Advertisement
Advertisement

পাশে দাঁড়িয়ে ডাক্তার-নার্স, রোগীর মাথায় সেলাই করছেন সাফাইকর্মী

ভাইরাল গুজরাট হাসপাতালের চাঞ্চল্যকর ভিডিও।

Sweeper stitches patient in Gujarat hospital
Published by: Suparna Majumder
  • Posted:August 21, 2018 3:37 pm
  • Updated:August 21, 2018 3:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের বেডে শুয়ে রয়েছে রোগী। কপাল থেকে গলগল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। খালি চোখে ক্ষত দেখেই বোঝা যায় বেশ গভীর। সেলাই করতে হবে। তাই করতে শুরু করে দিল যুবক। কিন্তু ডাক্তার তো নয়! তাহলে কে? হাসপাতালের সাফাইকর্মী। হ্যাঁ, ঠিকই পড়ছেন। রোগীর কপালের ক্ষতস্থানে সেলাই করল হাসপাতালে ঝাড়ুদার। ঘটনাটি ঘটেছে গুজরাটে। ঘটনার ভিডিও হয়েছে ভাইরাল। যার দৃশ্য উঠে এসেছে সংবাদসংস্থা এএনআই-এর এই ছবিতে।

[বুরারির ছায়া এলাহাবাদে, বন্ধ বাড়িতে উদ্ধার একই পরিবারের ৫ সদস্যের দেহ]

Advertisement

সোমবার গুজরাটের ভারুচ সিভিল হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। রোগীর নাম জনক দেশাই। গুজরাটের অঙ্কলেশ্বরে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন জনক। বাইক নিয়ে সেখান থেকে ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ততক্ষণে জনকের পরিবারের সদস্য ও আত্মীয়রাও পৌঁছে যান। কিন্তু পৌঁছে তাঁরা দেখতে পান ডাক্তার নন জনকের মাথায় সেলাই করছে হাসপাতালের সাফাইকর্মী। পাশেই দাঁড়িয়ে রয়েছেন ডাক্তার ও নার্স। কারও কোনও হোলদোল নেই ঘটনায়। জনকের এই আত্মীয়ই এই ঘটনা ক্যামেরাবন্দি করেন।

 

জানা গিয়েছে, হাসপাতালের ওই ঝাড়ুদারের নাম ব্রিজেশ সোলাঙ্কি। এই প্রথম নয় এর আগেও এমন কাজ করেছে সোলাঙ্কি। নাইট শিফটে ডাক্তার-নার্সদের দেখে এই কাজ শিখেছে সে। এ খবর নাকি হাসপাতালের আরএমও এসআর প্যাটেলের কানেও পৌঁছেছিল। তিনি ব্রিজেশকে সতর্ক করেছিলেন। কিন্তু কর্তব্যরত ডাক্তার ইন্দিরা কন্ট্রাক্টর তাঁকে জোর করে সেলাই করতে বাধ্য করেন। ভিডিওটি ভাইরাল হতেই চারদিকে শোরগোল পড়ে যায়। আরএমও জানান, পুরো ঘটনার তদন্ত করে দেখা হবে।    

[বন্যা দুর্গতদের দিকে বিস্কুট ছুড়ে বিতর্কে মুখ্যমন্ত্রীর ভাই, ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement