Advertisement
Advertisement

Breaking News

Swati Maliwal

দিল্লি সরকারের সরবরাহ করা জল দূষিত! মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে অভিনব প্রতিবাদ আপেরই সাংসদের

দূষণে বিপর্যস্ত দিল্লি।

Swati Maliwal offers Atishi 'black' water brought from Delhi resident's house
Published by: Biswadip Dey
  • Posted:November 3, 2024 11:54 am
  • Updated:November 3, 2024 11:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ব্ল্যাক ওয়াটার’। বোতলজাত এক ধরনের জল যার ভিতরে নানা খনিজ ও ভিটামিন থাকে। বহু স্বাস্থ্যসচেতন মানুষ এই জল পান করেন সুস্বাস্থ্যের জন্য। কিন্তু রবিবাসরীয় সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীর বাড়ির বাইরে আপ সাংসদ স্বাতী মালিওয়াল যে ‘কালো জল’ ছড়ালেন তা কিন্তু একেবারেই ভিন্ন তরল। এই মুহূর্তে দূষণে বিপর্যস্ত দিল্লি। এই পরিস্থিতিতে স্বাতীর দাবি, দূষণ জলেও পৌঁছেছেও। এবং যে জল তিনি সংগ্রহ করে এনেছেন তা সরকারেরই সরবরাহ করা। ১৫ দিনের মধ্যে এই সমস্যার সমাধান করার জন্য তিনি প্রশাসনকে কার্যতই হুঁশিয়ারি দিলেন।

রীতিমতো জনতার সামনেই তিনি ওই জল এনে ছড়িয়ে দেন দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে। তাঁর দাবি, দক্ষিণ-পশ্চিম দিল্লির সাগরপুরে একজনের বাড়ি থেকে ওই জল তিনি সংগ্রহ করেছেন। সংবাদ সংস্থা এএনআইকে স্বাতী বলেন, ”সাগরপুর, দ্বারকার মানুষ আমাকে ডেকে জানিয়েছেন সেখানে পরিস্থিতি কতটা খারাপ। আমি একটি বাড়িতে গিয়েছিলাম। সেখানে দূষিত জল সরবরাহ করা হয়েছে। আমি সেই জল বোতলে ভরে এনে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উপস্থিত হয়েছি।” স্বাতী আরও বলেন, ”আমি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এটা একটা নমুনা মাত্র। আর ১৫ দিনের মধ্যে দিল্লিতে জলের সরবরাহের সমস্যা যদি তিনি সমাধান না করতে পারেন তাহলে আমি এক ট্যাঙ্কার ভর্তি বিষাক্ত জল এনে এখানে ছড়াব।”

Advertisement

স্বাতীর অভিযোগ, নবছর ধরে কেজরির সরকার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, আরও ওয়াটার সরবরাহ করার। কিন্তু পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। তাঁর কটাক্ষ, ”এটা কি দিল্লির মানুষের দিওয়ালির উপহার?” কিছুদিন আগেই যমুনার জল দূষিত হওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। এবার সামগ্রিক ভাবেই দিল্লির জলদূষণ নিয়ে সরকারকে কাঠগড়ায় তুললেন এখনও খাতায় কলমে দলেরই সাংসদ থাকা স্বাতী। সাম্প্রতিক সময়ে স্বাতী অভিযোগ তুলেছিলেন তিনি কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গেলে তাঁর উপরে চড়াও হন তৎকালীন মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব। স্বাতী অভিযোগ করেন, ঋতুস্রাব চলাকালীন তাঁর পেটে লাথি মেরেছেন বৈভব কুমার! পুলিশের কাছে দায়ের করা এফআইআরে আপ সাংসদ দাবি করেন, মুখ্যমন্ত্রীর বাড়িতেই তাঁকে হেনস্তার শিকার হতে হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে গত ১৮ মে বৈভবকে গ্রেপ্তার করা হয়। সেই সময় থেকে দলের সঙ্গে দূরত্ব বেড়েছে স্বাতীর। তবু এখনও দল ছাড়েননি তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement