সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে নিগ্রহের ঘটনায় উত্তাল দিল্লি। এই ঘটনার তদন্তে রবিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছিল দিল্লি পুলিশ। এবার ১৩ মে ঘটনার দিন স্বাতী মালিওয়াল যে পোশাক পরেছিলেন তা ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হল। এদিকে গোটা ঘটনায় দিল্লি পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলে আপের দাবি, দলকে বদনাম করতে গল্প সাজাচ্ছে দিল্লি পুলিশ।
গত ১৩ মে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাসভবনে স্বাতী মালিওয়ালকে (Swati Maliwal) নিগ্রহের অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক বৈভব কুমারের বিরুদ্ধে। স্বাতীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুলিশের তরফে দাবি করা হয়, সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ নষ্ট করেছেন বৈভব। এমনকী নিজের আইফোনও ‘ফরম্যাট’ করে দেন। ঘটনার তদন্তে নেমে রবিবার কেজরির বাড়ি গিয়ে সিসিটিভি ফুটেজ সংরক্ষিত থাকে যে ডিজিটাল ভিডিও রেকর্ডারে (DVR) তা বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি ঘটনার দিন স্বাতীর যে কুর্তা ও জিন্স পরেছিলেন তা পাঠানো হল ফরেনসিক টেস্টের জন্য। এদিকে এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে দিল্লি পুলিশ ও বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে আপ। অভিযোগ তোলা হয়েছে, ‘কেজরিওয়ালের বৈঠকখানায় কোনও সিসিটিভি নেই। মিথ্যে গল্প ছড়ানো হচ্ছে। তাহলে তার ফুটেজ কোথা থেকে আসবে? রবিবার মুখ্যমন্ত্রীর বাড়ি এসে সিসিটিভির ডিভিআর নিয়ে গিয়েছে পুলিশ। আপকে বদনাম করতেই মিথ্যে গল্প সাজানো হচ্ছে।’
অন্যদিকে, গোটা ঘটনায় আপের বিরুদ্ধে মুখ খুলেছেন স্বাতী মালিওয়াল। সোশাল মিডিয়ায় দলের বিরুদ্ধে তিনি লেখেন, ‘কোনও একটা সময়ে আমরা নির্ভয়ার সঙ্গে ঘটা অন্যায়ের বিরুদ্ধে পথে নেমেছিলাম। আর আজ এমন একজনকে বাঁচাতে পথে নামা হচ্ছে যিনি সিসিটিভি ফুটেজ ডিলিট করেছেন, প্রমাণ লোপাটে নিজের ফোন ফরম্যাট করেছেন। যদি এত প্রচেষ্টা মণীশ সিসোদিয়ার জেল মুক্তির জন্য করা হত। তিনি এখানে থাকলে আমার সঙ্গে এমন দুর্ব্যবহার হত না। দলে কাল আসা নেতারা ২০ বছরের পুরানো কর্মীদের বিজেপির এজেন্ট বলে দাগিয়ে দিচ্ছে। ২ দিন আগে দল সাংবাদিক বৈঠক করে সব কথা স্বীকার করেছিলেন এখন সবটা অস্বীকার করছে।’
এদিকে সেদিনের ঘটনার পরই মেডিক্যাল টেস্ট করা হয়েছিল স্বাতীর। যার রিপোর্টে দাবি করা হয়েছে, স্বাতীর উপর হামলা চলেছিল। তাঁর বা পয়া ও ডান চোখের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে যাওয়ার সময়ে স্বাতী জানিয়েছিলেন, প্রথমে তাঁর মাথায় আঘাত করা হয়। যার ফলে পরে যান তিনি। এর পর পেটে, পায়ে, বুকে এলোপাথাড়ি মারধর করা হয়। এদিকে গোটা ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে দিল্লি পুলিশ ও বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে আপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.