ছবি: সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপ্তসহায়কের হাতে স্বাতী মালিওয়ালের (Swati Maliwal) ‘হেনস্তা’ নিয়ে চর্চা দেশজুড়ে। আর ওই ঘটনায় অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) অস্বস্তি বেড়েই চলেছে। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের কেজরিকে তোপ দাগলেন স্বাতী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পরিষ্কার দাবি করলেন, তাঁকে যখন হেনস্তা করা হয় সেই সময় বাড়িতে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি এখনও পর্যন্ত যে আপ সুপ্রিমো তাঁকে কোনও ফোন করেননি সেই নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন স্বাতী।
উল্লেখ্য, গত ১৩ মে কেজরির (Arvind Kejriwal) সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন স্বাতী। সেখানেই আচমকা তাঁর উপরে চড়াও হন মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব বৈভব কুমার। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ঠিক কী হয়েছিল সেদিন? এপ্রসঙ্গে বলতে গিয়ে আপের রাজ্যসভা সাংসদ দাবি করেন, ”আমি ১৩ মে সকাল ৯টা নাগাদ অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গেলে আমাকে বৈঠকখানায় বসতে বলা হয়। এও জানানো হয়, উনি বাড়িতেই রয়েছেন। এবং শিগগিরি আমার সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে।” তাঁর অভিযোগ, এর পরই বৈভব সেখানে উপস্থিত হয়ে তাঁর উপরে চড়াও হন। তাঁকে লাগাতার চড় মারতে থাকেন। তিনি বৈভবকে সরিয়ে দিতে গেলে অভিযুক্ত তাঁকে মাটিতে ফেলে টানতে টানতে নিয়ে যান বলেও দাবি স্বাতীর। এমনকী, চিৎকার করে সাহায্যের আকুতি জানালেও কেউ সাড়াশব্দ করেননি বলেও জানাচ্ছেন তিনি।
কিন্তু বৈভবের এমন আচরণ কি কারও নির্দেশে? এই প্রশ্নের জবাব অবশ্য দিতে চাননি স্বাতী। জানিয়েছেন, বিষয়টি এখন বিচারাধীন। পাশাপাশি কেজরিওয়াল সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, ”এটাই সত্যি যে এত কিছু হয়ে যাওয়ার পরও আমি অরবিন্দজির থেকে কোনও ফোন পাইনি। উনি বরং অভিযুক্তকে আড়াল করছেন। এমনকী দলের প্রত্যেক সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে, আমার চরিত্রহনন করার জন্য।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.