Advertisement
Advertisement

Breaking News

কর্মক্ষেত্রে নিষ্ঠার জলজ্যান্ত প্রতীক এই মহিলা ব্যাঙ্ক কর্মী

কর্মক্ষেত্রে তাঁর এই নিষ্ঠা নিঃসন্দেহে অনেককে অনুপ্রেরণা দেবে৷

Swati Chitalkar is a perfect example of hard worker
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 9:46 pm
  • Updated:August 20, 2016 9:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে রাঁধে সে চুলও বাঁধে৷

অকারণ অজুহাত দিয়ে নারী যে কাজে ফাঁকি দেন না, তা এই ছবি নিঃসন্দেহে স্পষ্ট করে দেয়৷

Advertisement

পুণের বাসিন্দা স্বাতী চিতলকর কাজ করেন সিন্ডিকেট ব্যাঙ্কে৷ ছোট্ট ছেলের ধুম জ্বর৷ কিন্তু মাকে ছাড়া সে অন্য কারও কাছে থাকতে রাজি নয়৷ তাই তাকে বাড়িতে রেখে আসতে পারেননি স্বাতী৷ অগত্যা ছেলেকে নিয়েই হাজির হন কর্মস্থলে৷ বাচ্চার গা জ্বরে পুড়ে যাচ্ছে৷ তা সত্ত্বেও তাকে মাটিতে শুইয়ে রেখে অফিসের কাজ করে যাচ্ছেন স্বাতী৷ ছেলের কথা ভেবে কি একদিন ছুটি নেওয়া যেত না? হয়তো যেত৷ কিন্তু একটি লোন পাস করানো অত্যন্ত জরুরি ছিল৷ তাই শত অসুবিধা সত্ত্বেও অফিসে আসা৷

গত মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এই ছবি পোস্ট করেছেন স্বাতী নিজে৷ তাঁর উদ্দেশ্য একটাই৷ লোকসভায় গিয়ে যে সব মন্ত্রীরা প্রায়ই বসে বসে ঘুমিয়ে পড়েন, তাঁরা যেন এই ছবি থেকে শিক্ষা গ্রহণ করেন৷ ইচ্ছা থাকলেই যে উপায় হয়, সে প্রবাদ বাক্য তো নতুন নয়৷ তবু দেশের মন্ত্রীদের সে কথা আরও একবার মনে করিয়ে দিলেন স্বাতী৷

কর্মক্ষেত্রে তাঁর এই নিষ্ঠা নিঃসন্দেহে অনেককে অনুপ্রেরণা দেবে৷ কিন্তু মন্ত্রীদের কান পর্যন্ত সত্যিই কি এই বার্তা পৌঁছল? কে জানে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement