Advertisement
Advertisement

Breaking News

গরুদের জন্য তৈরি করতে হবে আলাদা দপ্তর, আজব দাবি মধ্যপ্রদেশের মন্ত্রীর

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে লিখলেন চিঠি৷

Swami Given Cabinet Rank Wants Cow Ministry
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2018 9:16 pm
  • Updated:June 20, 2018 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরু নিয়ে গেরুয়া শিবিরের দরদ যেন কমছেই না। কয়েকদিন আগেই তাঁকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে কাউ প্রোটেকশন বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তাতেও সন্তুষ্ট হলেন না স্বামী অখিলেশ্বরানন্দ গিরি৷ এবার গরুদের জন্য একটি গরুদের জন্য একটা গোটা আলাদা দপ্তর তৈরি করার প্রস্তাব রাখলেন৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে এই মর্মে চিঠিও লিখে ফেলেছেন তিনি৷

[কেন পিডিপির সঙ্গে জোট ভাঙল বিজেপি, জানেন?]

Advertisement

নিজের এই দাবিকে নিজের মতো করেই মান্যতা দিয়েছেন অখিলেশ্বরানন্দ গিরি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তোলেন, রাজস্থানে ‘ডিরেক্টরেট অফ গোসেবা’র মতো দপ্তর থাকলে মধ্যপ্রদেশে থাকবে না কেন? মানুষের স্বার্থে এমন একটা দপ্তর তৈরি করা প্রয়োজন৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কেন্দ্রের কাছ থেকে পাওয়া অর্থ সাহায্য থেকে তাঁর হাতে হাজার কোটি টাকা তুলে দিক রাজ্য৷ তাহলেই রাজ্যের গরুদের জন্য কাজ করে দেখাবেন তিনি৷ তাঁর দাবি, বিরোধীরাও তাঁর এই প্রস্তাবকে সমর্থন জানাচ্ছেন৷

[স্বপ্নের পুরুষকে দেখতে পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশে তরুণী]

এখানেই শেষ নয়, কংগ্রেসের শীর্ষ নেতা দিগ্বিজয় সিংকেও একহাত নিয়েছেন অখিলেশ্বরানন্দ গিরি মহারাজ৷ আক্রমণ শানিয়ে বলেন, যিনি গো-সেবকদের প্রতারক বলেন, তাঁর থেকে বড় প্রতারক কেউ নেই৷ প্রসঙ্গত, গত সপ্তাহেই রাজ্যের কয়েকজন স্বঘোষিত ধর্মগুরুকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল, স্বামী অখিলেশ্বরানন্দ গিরি, নামদেব তেয়াগি, পণ্ডিত যোগেন্দ্র মহন্ত, স্বামী হরিহরানন্দজি সরস্বতী ও নর্মদানন্দজি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement