Advertisement
Advertisement

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বচ্ছ ভারতের ‘ম্যাসকট’ কুনওয়ার বাঈ

প্রবল শ্বসকষ্ট, প্রায় কোমায় ১০৬ বছরের বৃদ্ধা৷

Swachh Bharat Abhiyan mascot Kunwar Bai in critical condition
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 22, 2018 7:01 pm
  • Updated:February 22, 2018 7:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ১০৬। বয়সজনিত অসুস্থতা থাবা বসিয়েছে শরীরে। ভাল নেই স্বচ্ছ ভারতের ম্যাসকট কুনওয়ার বাঈ৷ যাঁর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বর্তমানে ছত্তিশগড়ের এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷

স্বচ্ছ ভারত অভিযানের ‘ম্যাসকট’ ১০৫ বছরের কুনওয়ার বাঈ ]

Advertisement

জানা যাচ্ছে, গত ১৯ ফেব্রুয়ারি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি৷ ভরতি করা হয় ধমতরী জেলা হাসপাতালে৷ প্রবল শ্বাসকষ্ট৷ প্রচণ্ড সুগার হেতু বাড়ছে জটিলতা৷ মস্তিষ্কও ঠিকঠাক কাজ করছে না৷ অনেকটা যেন কোমাতেই চলে গিয়েছেন কুনওয়ার বাঈ৷ গত কয়েকদিনে সঠিকভাবে খাওয়া-দাওয়াও করতে পারছেন না৷ ফলত তাঁর জীবন বাঁচানো নিয়ে সংশয়ে চিকিসকরা৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল৷ দিল্লি থেকে ভিডিওতে রমন সিং কুনওয়ার বাঈয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেন৷ কিন্তু কোনওরকম কথা বলার অবস্থায় নেই তিনি৷ তাঁর হয়ে মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যরাই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন৷

 যৌন হেনস্তাকারী সন্দেহে গণপিটুনি, মৃত মানসিক ভারসাম্যহীন যুবক ]

 কে এই কুনওয়ার বাঈ? কেন তাঁকে বেছে নেওয়া হয়েছিল স্বচ্ছ ভারতের ম্যাসকট হিসেবে?

f0vAfZxG

ছত্তিশগড়ের বাসিন্দা কুনওয়ার বাঈ৷ নিজের পোষা প্রায় গোটা দশেক ছাগল বিক্রি করে দিয়েছিলেন তিনি৷ লক্ষ্য ছিল শৌচাগার বানানো৷ নিজের ঘরে দুটি শৌচাগার বানিয়েছিলেন৷ শুধু এ কাজ করেই ক্ষান্ত হননি, গ্রামের সকলকে সেই শৌচাগার দেখিয়ে পরিবেশ স্বচ্ছ রাখতে উদ্বুদ্ধ করেছিলেন৷ বাড়িতে শৌচাগার থাকার গুরুত্ব বুঝিয়েছিলেন সকলকে৷ বৃদ্ধার এই প্রয়াসকে সম্মান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ ছত্তিশগড়ে এক সম্মেলন চলাকালীন তাঁকে সংবর্ধনা দিয়ে প্রণাম করেছিলেন মোদি৷ পরবর্তীকালে তাঁকেই অভিযানের ম্যাসকট হিসেবে বেছে নেওয়া হয়৷ স্বচ্ছতা নিয়ে লাগাতার প্রচারের মধ্যেও যখন দিকে দিকে নিয়মভঙ্গের ছড়াছড়ি, তখন ওই বৃদ্ধাই যেন সকলের চোখ খুলে দিয়েছিলেন৷ সদিচ্ছার কাছে দারিদ্র যে প্রতিবন্ধক নয়, সারা দেশের কাছে সেই নমুনা তুলে ধরেছিলেন৷ যা আসলে ভাবনার স্বচ্ছতা৷ আর তাই স্বচ্ছ ভারতের ‘ম্যাসকট’ হওয়ার তিনিই যোগ্যতম মানুষ, এ নিয়ে যেন কোনও দ্বিধা ছিল না৷

[  মনের গোপন কথা বলতে সিংহর খাঁচায়, রক্ষীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন যুবক ]

তারপর থেকে স্বচ্ছতা নিয়ে নানা অভিযান চলেছে৷ আজ বিয়ের কার্ডেও স্বচ্ছতা অভিযানের প্রচার-বিজ্ঞাপন৷ আর স্বচ্ছতার বার্তা দিয়ে দেশবাসীর চোখ খুলে দিয়েই, এখন আর চোখ খুলতে পারছেন না কুনওয়ার বাঈ৷ তাঁর সুস্থতা কামনা করছে দেশবাসী৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement