সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর। পঞ্চায়েত নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করতে চাইল না শীর্ষ আদালত। বৃহস্পতিবার মামলা শোনার আগেই খারিজ করেন দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ফলে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা নিয়ে আর কোনও বাধা রইল না।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন চেয়েছিলেন তিনি। কিন্তু সেই মামলায় হস্তক্ষেপ করতে রাজি নয় শীর্ষ আদালত।
প্রথমে রাজ্যের ওবিসি (OBC) সম্প্রদায়ের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ ছিল, ২০১১ সালে তফসিলি জাতি এবং উপজাতির গণনা করা হলেও অন্যান্য অণগ্রসর শ্রেণির গণনা হয়নি। পালটা কমিশনের বক্তব্য ছিল, তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এই গণনা করছেন। শুভেন্দু সেই প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু আদালত জানিয়ে দেয়, ‘‘নির্বাচন সংক্রান্ত বিষয়ে হাই কোর্ট কোনও হস্তক্ষেপ আপাতত করবে না। এ বিষয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন।’’ পালটা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা। সেখানেও তাঁর আবেদন খারিজ হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.