Advertisement
Advertisement

Breaking News

Kashmir

ফের জঙ্গিদের নিশানায় উরি! নিয়ন্ত্রণরেখায় ‘সন্দেহজনক’ গতিবিধি নজরে আসতেই অভিযান সেনার

২০১৬ সালে উরি সেনাঘাঁটিতে হামলা চালায় সীমান্তের ওপার থেকে আসা পাক জঙ্গিরা৷

Suspicious Movement Detected Along Line of Control In Kashmir | Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Monishankar Choudhury
  • Posted:September 20, 2021 10:54 am
  • Updated:September 20, 2021 12:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ‘সন্দেহজনক’ গতিবিধি। দ্রুত এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। উরি (Uri) সেক্টরের কাছে এহেন কার্যকলাপে ফের সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা জোরাল হচ্ছে।

[আরও পড়ুন: Coronavirus: গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২৯৫, অনেকটা কমল অ্যাকটিভ রোগীর সংখ্যা]

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার বারামুলা জেলার উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক গতিবিধি দেখতে পান সীমান্তরক্ষীরা। তারপরই ওই এলাকা ঘিরে ফেলে ভারতীয় ফৌজের বিশাল সেনাদল। শুরু হয়েছে তল্লাশি অভিযান। সেনার মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত এলাকায় অভিযান চলছে। সূত্রের খবর, উরি সেক্টরে পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে থাকতে পারে জঙ্গিরা। ফলে আগের বারের মতো এবারও ভারতীয় সেনার ক্যাম্পে হামলা চালানোর চেষ্টা করতে পারে জঙ্গিরা। কয়েকদিন আগেই এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল যে, নিয়ন্ত্রণরেখা বরাবর টেরর লঞ্চপ্যাডগুলিকে সক্রিয় করেছে পাক সেনা। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে।

Advertisement

উল্লেখ্য, গ্লোবাল জেহাদ’ বা বিশ্ব সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তান (Pakistan)। সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান অভিযানের সময় আমেরিকার টাকায় মুজাহিদ তৈরি করেছিল আইএসআই। তারপর ‘ভারতপন্থী’ মুজাহিদদের শিক্ষা দিতে তালিবান তৈরি করে দেশটি। ৯/১১ পরবর্তী বিশ্বে আফগানভূমে মার্কিন ‘মিত্রজোটে’ নাম লেখালেও গোড়া থেকেই তালিবানকে মদত দিচ্ছে ইসলামাবাদ। ফলে এবার তালিবানের মদতে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়িয়ে তুলবে পড়শি দেশটি বলে আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরি সেনাঘাঁটিতে হামলা চালায় সীমান্তপার থেকে আসা জঙ্গিরা৷ ওই হামলায় শহিদ হয়েছিলেন ১৯ সেনা জওয়ান৷ ওই হামলার দায় স্বীকার করে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। তারপরই পালটা পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবিরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত।

[আরও পড়ুন: অজানা জ্বর যেন মৃত্যুদূত! আতঙ্কে উত্তরপ্রদেশে গ্রাম খালি করে পালাচ্ছেন বাসিন্দারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement