সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মরশুমে সাহস দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছিলেন আইএএস অফিসার মহম্মদ মহসিন। কর্তব্য পালন করতে গিয়ে বিপাকে পড়তে হয় তাঁকে। অভিযোগ উঠেছিল নিয়মবিরুদ্ধ কাজ করার। এবার CAT-এর হস্তক্ষেপে সাময়িক স্বস্তি পেলেন এই কর্তব্যপরায়ণ আইএএস আধিকারিক৷ তাঁর সাসপেনশনে আপাতত স্থগিতাদেশ দিল Central Administrative Tribunal.
গত সপ্তাহেই ওড়িশার সম্বলপুরে সভা করতে যাওয়া নরেন্দ্র মোদির হেলিকপ্টারে আকস্মিকভাবেই তল্লাশি চালান মহম্মদ মহসিন। তাঁর এই তল্লাশির জেরে ১৫ মিনিট হেলিকপ্টারেই বসে থাকতে হয় মোদিকে। যা নিয়ে হুলুস্থুল পড়ে যায়। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি জানিয়ে দেয়, মহসিন নিয়ম মেনে তল্লাশি চালাননি। তল্লাশির আগে তাদের অনুমতি নেওয়া হয়নি। এই অভিযোগের পরই ওই আইএএস অফিসারকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন। কিন্তু, এবার সেই সাসপেনশনে স্থগিতাদেশ দিল সিএটি।
CAT-এর তরফে জানানো হয়েছে, এসপিজি ইচ্ছে করলে সবকিছু করতে বা বলতে পারে এমনটা ধরে নেওয়া ঠিক না। এর আগে নির্বাচন কমিশনের আধিকারিক কর্ণাটকের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছে, এমনকী ওড়িশার মুখ্যমন্ত্রীর কপ্টারেও তল্লাশি চালানো হয়েছে। কিন্তু, সেসব ক্ষেত্রে তল্লাশি করায় বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সিএটি আরও জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর কপ্টারে কালো ট্রাঙ্ক নিয়ে প্রশ্ন উঠেছিল বলেই তল্লাশি চালানো হয়েছে। তাই আপাতত মহসিনের সাসপেনশনে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে।
এদিকে, নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বারাণসী থেকে ফের ভোটের ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছেন। শুক্রবার বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন দেবেন তিনি। তাঁর আগে বৃহস্পতিবার নিজের কেন্দ্রে আরও একবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন মোদি। তাঁর রোড শো ঘিরে এদিন বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাস্তার দু’ধারে অসংখ্য মানুষ ভিড় জমান। এদিন রোড শো শেষে একাধিক মন্দিরে পুজোও দেন মোদি।
WATCH PM Narendra Modi performs Ganga aarti at Dashashwamedh Ghat in Varanasi https://t.co/qw0a51YNP4
— ANI (@ANI) April 25, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.