সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোপালে পুলিশের গুলিতে মৃ্ত্যু হল সন্দেহভাজন এক সিমি জঙ্গির৷ পুলিশ সূত্রে খবর, এ মাসের গোড়ার দিকে ওই জঙ্গি জেল থেকে পালিয়েছিল৷ বৃহস্পতিবার পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তার৷
গত ৩১ অক্টোবর, ভোপালের সেন্ট্রাল জেল থেকে পালিয়ে যায় গত ৮ জঙ্গি৷ কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই শহর থেকে কয়েক কিলোমিটার দূরে পুলিশের গুলিতে মৃত্যু ওই ওই আটজনের| মৃতদের মধ্যে কয়েকজনের নাম আমজাদ খান, জাকির হুসেন, মহম্মদ শালিক, শেখ মেহবুব, অ্যাকুইল খিলজি৷ এরপর কড়া নিরাপত্তার বেষ্টনীতে খানদোয়া অবনা নদীর তীরে একটি গোরস্থানে মৃতদের কবর দেওয়া হয়৷ পরে দেখা যায় কেউ বা কারা ওই মৃতদের কবরের উপর ফলক তৈরি করে দিয়েছে৷ এমনকী, ফলকের মধ্যে তাদের নামের পাশে শহিদ’শব্দটি লেখা রয়েছে বলেও দেখা গিয়েছে ৷ এখানেই শেষ নয়, মৃত ওই ৮ জঙ্গির শেষকৃত্যে অংশ নেয় তাদের জন্মভিটের বহু বাসিন্দা৷ আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৭০০ জন পুলিশ সেই মিছিলের উপর কড়া নজর রাখে৷ তাঁরা সকলেই সাধারণ পোশাক পরেই মিছিলের উপর নজর রেখেছিলেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.