Advertisement
Advertisement

উত্তরাখণ্ডে ঢুকে পড়ল চিনা হেলিকপ্টার, জারি চূড়ান্ত সতর্কতা

কয়েকদিন আগেই সিয়াচেনে ভারতীয় সীমান্তের খুব কাছে টহল দিয়ে যায় পাক বায়ুসেনার 'মিরাজ'৷

suspected Chinese helicopter was seen flying over Uttarakhand's Chamoli district
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2017 9:48 am
  • Updated:June 4, 2017 9:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেহভাজন চিনা হেলিকপ্টার ঢুকে পড়ল ভারতীয় বায়ুসীমায়৷ এই ঘটনার জেরে গত ৪৮ ঘন্টা ধরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে উত্তরাখণ্ডে৷ ইন্দো-সিনো বর্ডারের কাছে উত্তরাখণ্ডের দ্বিতীয় বৃহত্তম জেলা চামোলিতে ঘুরপাক খাচ্ছিল সন্দেহভাজন চিনা চপার৷ এই ঘটনার জেরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

চামোলির পুলিশ সুপার তৃপ্তি ভাট সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, শনিবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে৷ তিনি বলেন, “চিনা হেলিকপ্টারটি ভারতীয় বায়ুসীমায় অনুপ্রবেশ করে ৩-৫ মিনিট ঘুরপাক খায়৷” চিনা সেনা এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি৷ এই অনুপ্রবেশ ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, জানতে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা৷ চিনা চপারটি সীমান্তে প্রায় ৫০০ মিটার ভিতরে ঢুকে আসে৷ তবে এই ঘটনা নিয়ে প্রকাশ্যে এখনও কোনও বিবৃতি দেয়নি বায়ুসেনা৷

Advertisement

একটি সূত্রের খবর, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উত্তরাখণ্ডের বারোহাতি এলাকায় প্রায় চার মিনিট টহল দেয় চিনা চপার৷ এই প্রথম নয় অবশ্য, এর আগেই একাধিকবার চিনা হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনায় অনুপ্রবেশ করে৷ কয়েকদিন আগে সিয়াচেনে ভারতীয় বায়ুসীমার খুব কাছে টহল দিয়ে যায় পাক সেনার যুদ্ধবিমান মিরাজ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement