সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলেন, খেলেন, বিস্ফোরক রেখে চলে গেলেন! গতকাল বেঙ্গালুরুর রামেশ্বরম নামের রেস্তরাঁতে স্বল্পমাত্রার বিস্ফোরণ ঘটে। এই কাণ্ডে এবার প্রকাশ্যে এসেছে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা গিয়েছে এই দৃশ্য। এক ব্যাক্তি ক্যাফেতে এসে ইডলি খান। এবং যাওয়ার সময় একটি ব্যাগ রেখে চলে যান। মনে করা হচ্ছে, ওই ব্যাগেই বিস্ফোরক ছিল। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
শুক্রবারের এই ঘটনার পর কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও এক সন্দেহভাজন ব্যাক্তির কথা উল্লেখ করেছিলেন। যিনি বিস্ফোরক ভর্তি ব্যাগ রেস্তরাঁয় রেখে গিয়েছিলেন। এদিন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে একই কথা জানান রামেশ্বরম ক্যাফের মালিক, দিব্যা রাঘবেন্দ্র রাও। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “যখন বিস্ফোরণ ঘটে তখন আমার ফোন বন্ধ ছিল। পরে অনেকগুলো মিসড কল দেখে আমার টিমকে ফোন করি। তখন জানতে পারি আমার ক্যাফেতে বিস্ফোরণ হয়েছে। প্রথমে আমার মনে হয়েছিল রান্নঘরের কোনও কিছু থেকে এই কাণ্ড ঘটেছে। কিন্তু পরে বুঝতে পারি কাস্টমারদের জায়গাটিতে বিস্ফোরণ ঘটেছে। সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজন ব্যাক্তিকে দেখা গিয়েছে। তিনি মাস্ক ও মাফলার পরে এসেছিলেন। বিলিং কাউন্টারে গিয়ে ইডলি অর্ডার দিয়েছিলেন। তার পর একটি কোণায় বসে খাবারও খান। কিন্তু যাওয়ার আগে একটি ব্যাগ সেখানে ফেলে রেখেই চলে যান। এর কিছুক্ষণ পরেই বিস্ফোরণটি ঘটে।”
এদিনের ঘটনায় আহতের দ্রুত আরোগ্য কামনা করেছেন দিব্যা। তিনি আহতদের সাহায্য করারও আশ্বাস দিয়েছেন। দিব্যা জানিয়েছেন, “এই ঘটনায় কেও গুরুতর আহত হননি। ১৫ থেকে ৩০ দিনের মধ্যেই তাঁরা সুস্থ হয়ে উঠবেন। তাঁরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসেন সেজন্য আমরা সব রকম চেষ্টা করব। আমি কর্তৃপক্ষ ও তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সবরকম সহযোগিতা করছি।”
এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ১০ জনের আহত হওয়ার খবর মিলেছে। এই বিস্ফোরণের কয়েকঘণ্টার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখী হয়েছিলেন সিদ্দারামাইয়া। তিনি নিশ্চিত করেন যে এটি আইইডি বিস্ফোরণ। সিদ্দারামাইয়া জানান, “অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি রেস্তরাঁর ভিতর বিস্ফোরক ভর্তি ব্যাগ রেখে আসে। যার জেরেই এই কাণ্ড ঘটে। আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি। এটি একটি আইইডি বিস্ফোরণ। আমরা এখনও জানি না কে এই ব্যাগ ভেতরে রেখে এসেছিল। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। স্বরাষ্ট্রমন্ত্রীকেও গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেছি।” প্রাথমিকভাবে এই ঘটনায় জঙ্গি যোগের সন্দেহ করছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.