Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানকে জবাব দিতে আজ রাষ্ট্রসংঘের মঞ্চে সুষমা

আন্তর্জাতিক মঞ্চ থেকে উরির জঙ্গি হামলা নিয়ে সরব হবেন বিদেশমন্ত্রী৷

Sushma to address UNGA, strong response to Pak expected
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 26, 2016 9:48 am
  • Updated:September 26, 2016 9:48 am  

নন্দিতা রায়, কোঝিকোড়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথেই উরির জঙ্গি হামলার ঘটনা নিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চ থেকে পাকিস্তানকে কড়া জবাব দেবে ভারত৷ সোমবারই নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ৭১তম সাধারণ সভায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ উরির জঙ্গি হামলা নিয়ে সরব হবেন৷ একই সঙ্গে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাশ্মীর নিয়ে অভিযোগের পাল্টা জবাবও দেবেন তিনি৷ সুষমার জবাব যে কড়া হবে তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে৷

পাশাপাশি সিন্ধুর জলবন্টন চুক্তি নিয়ে সোমবার বৈঠক করবেন মোদি৷ সংশ্লিষ্ট মন্ত্রকের কর্তারা আলোচনায় ডাক পেয়েছেন৷ দীর্ঘদিন ধরেই অভিযোগ, জওহরলাল নেহরুর আমলে হওয়া এই চুক্তিতে আখেরে ভারতের ক্ষতি হচ্ছে৷ এই চুক্তি বাতিলের সম্ভাবনা প্রধানমন্ত্রী খতিয়ে দেখবেন৷ শেষপর্যন্ত যদি ভারত এই চরম সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তানে জলসংকট দেখা দিতে পারে৷

Advertisement

অন্যদিকে এদিন রেডিওর ‘মন কি বাত’ অনুষ্ঠানেও পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ উরিতে জঙ্গি হানায় নিহত ১৯ জন সেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিনের অনুষ্ঠান শুরু করেন মোদি৷ ওই অনুষ্ঠানে মোদি বলেন, “এই কাপুরুষোচিত কাজ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে৷ এই ঘটনায়  মানুষ যেমন শোকস্তব্ধ তেমনই ক্ষুব্ধ৷ উরির ঘটনায় যারা যুক্ত তারা অবশ্যই শাস্তি পাবে৷” অন্যদিকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বণিকসভা অ্যাসোচেম এদিন জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে দেশের বাণিজ্যিক সম্পর্ক নিতান্তই নগণ্য৷

রবিবার কোঝিকোড়ে বিজেপির জাতীয় পর্যদের বৈঠক শেষে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দলের-নেতা কর্মীদের জানান, সুষমা সোমবার সন্ধে সাতটা থেকে ন’টা পর্যন্ত রাষ্ট্রসংঘের মঞ্চে ভাষণ দেবেন৷ সুষমার ভাষণ সবাইকে নিজের নিজের এলাকায় প্রচার করার নির্দেশ দেন শাহ৷ সকলেই যাতে এই ভাষণ দেখেন তার জন্য প্রচার চালাতে হবে বলে জানান৷ দলের জাতীয় মঞ্চ থেকে সুষমার ভাষণের কথা প্রচারের নির্দেশ বিশেষ তাৎর্যপূর্ণ৷ সূত্রের খবর, সুষমার সোমবারের ভাষণ দূরদর্শন ও রেডিওতে সরাসরি সম্প্রচারও করা হতে পারে৷

সম্প্রতি রাষ্ট্রসংঘের মঞ্চেই শরিফ কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে দীর্ঘ অভিযোগ করেন৷ ভারত চিরকালই কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে আলোচনার বিপক্ষে৷ কিন্তু উরির জঙ্গি হামলার ঘটনা সব কিছু ওলোট-পালোট করে দিয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷ তবে সরাসারি কাশ্মীর ইস্যু না তুলে নয়াদিল্লি সীমান্তপারের সন্ত্রাস নিয়েই পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা করবে বলে অনুমান৷ বিশ্বের দরবারে পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসাবে চিহ্নিত করাই এখন ভারতের লক্ষ্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement