Advertisement
Advertisement

আগ্রায় স্থানীয় যুবকের হাতে আক্রান্ত বিদেশি পর্যটক, রিপোর্ট তলব সুষমার

প্রকাশ্যে চুম্বন করার প্রতিবাদেই হামলা, দাবি পুলিশের।

Sushma Swaraj to the rescue of assaulted Swiss couple in Agra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 26, 2017 6:59 am
  • Updated:October 26, 2017 6:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাজমহল বিতর্কে এখন সরগরম জাতীয় রাজনীতি। এরইমধ্যে এবার আগ্রায় ঘুরতে এসে স্থানীয় কয়েকজন যুবকের হাতে রীতিমতো নিগৃহীত হলেন সুইজারল্যান্ডের এক তরুণ ও তাঁর বান্ধবী। বেদম প্রহারে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি দু’জনেই। ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

[তাহমহল নিয়ে যাবতীয় বিতর্কে ইতি টানতে আগ্রা পৌঁছলেন যোগী]

Advertisement

জানা গিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর বান্ধবী মারি ড্রোজকে নিয়ে ভারতে আসেন সুইস তরুণ কুইনটিন জেরেমি ক্লার্ক। আগ্রায় একদিন কাটিয়ে ফতেপুর সিক্রিতে গিয়েছিলেন তাঁরা। কুইনটিন জানিয়েছেন, ‘ফতেপুর সিক্রি রেলস্টেশনের কাছে আমাদের উদ্দেশ্যে কিছু একটা বলে স্থানীয় কয়েকজন যুবক। আমরা কিছুই বুঝতে পারেনি। আমার বান্ধবীর সঙ্গে সেলফি তোলার জন্য পথ আটকায় ওরা। আমরা দাঁড়াতে বাধ্য হই।’ অভিযোগ, সেলফি তোলার জন্য দাঁড় করিয়ে আচমকাই ওই সুইস তরুণকে মারধর করতে শুরু করে স্থানীয় যুবকরা। রেহাই পাননি ক্লার্কের বান্ধবীও। রাস্তায় ফেলে রীতিমতো ইট ও লাঠি দিয়ে চলে মারধর। বিদেশি ওই পর্যটকদের অভিযোগ, চোখের সামনে তাঁদের আক্রান্ত হতে দেখেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। উলটে সকলেই মোবাইলে ভিডিও তুলতে শুরু করেন। পরে পুলিশ গিয়ে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে। চিকিৎসকরা জানিয়েছেন, মারের চোটে ক্লার্কের মাথার খুলির হাড় ভেঙে গিয়েছে। কানেও গুরুতর আঘাত লেগেছে। ক্লার্কের বান্ধবীর হাত ভেঙেছে। আঘাত লেগেছে শরীরে একাধিক জায়গায়।

[ব্রিটিশদের বিরুদ্ধে শহিদ হয়েছিলেন টিপু, রাষ্ট্রপতির মন্তব্যে অস্বস্তিতে বিজেপি]

বান্ধবীকে নিয়ে বিদেশে বেড়াতে এসে এভাবে আক্রান্ত হতে হবে, তা স্বপ্নেও ভাবেননি কুইনটিন। ঘটনায় হতবাক তিনি। ওই সুইস তরুণ বলেন, ‘আমি এখনও বুঝতে পারছি না, কেন ওরা আমাদের উপর হামলা চালাল। তবে আমাদের মূল্যবান কোনও সামগ্রী খোয়া যায়নি।’  যদিও পুলিশের দাবি, প্রকাশ্য রাস্তায় একে অপরকে চুম্বন করছিলেন ওই ভিনদেশি তরুণ-তরুণী। তা দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় কয়েকজন যুবক। এদিকে, এই ঘটনায় যোগী সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

[১০০ জন কৃষকের একটাই আধার নম্বর, বিপাকে মহারাষ্ট্র সরকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement