Advertisement
Advertisement

হাসপাতালে শুয়েও জনসেবায় নিরলস সুষমা

শয্যাশায়ী সুষমার পক্ষে যতটুকু করা সম্ভব, তা করতে বাদ রাখছেন না এই কেন্দ্রীয় মন্ত্রী৷

Sushma Swaraj is ailing in hospital but is still helping the public
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 5:31 pm
  • Updated:December 5, 2016 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২০ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ দিল্লির এইমসে ভর্তি রয়েছেন সুষমা৷ কিন্তু এই শারীরিক পরিস্থিতিতেও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এতটুকু কসুর করছেন না বিদেশমন্ত্রী৷ হাসপাতালে শয্যাশায়ী সুষমার পক্ষে যতটুকু করা সম্ভব, তা করতে বাদ রাখছেন না এই কেন্দ্রীয় মন্ত্রী৷

রবিবার, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর পিএইচডি স্কলার গীতা সিংয়ের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন সুষমা স্বরাজ৷ অস্ট্রেলিয়াতে গবেষণার কাজে যাওয়ার কথা গীতার, কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় তাঁর যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে৷ বন্ধুদের পরামর্শে টুইটার মারফত কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর দ্বারস্থ হন গীতা৷ সুষমাকে টুইট করেন গীতা৷ এর জন্য অবশ্য নেটিজেনরা গীতার সমালোচনাও করেন৷ অসুস্থ বিদেশমন্ত্রীর কাছে অস্ট্রেলিয়া যাওয়ার ভিসা চাওয়াটা যুক্তিযুক্ত নয় বলেও পাল্টা টুইট করেন অনেকে৷

Advertisement

এরপরেই এগিয়ে আসেন খোদ বিদেশমন্ত্রী৷ একটি টুইট করে গীতাকে আশ্বাস দেন, “আমার সঙ্গে দেখা করো, আমি যতটা সম্ভব সাহায্য করব৷” গীতাকে এইমসে এসে তাঁর সঙ্গে দেখার করতে বলেন সুষমা৷ বিদেশমন্ত্রীর আশ্বাসের পরই অস্ট্রেলিয়া যাওয়ার ভিসা মঞ্জুর হয় গীতার৷ বিদেশমন্ত্রীর নজিরবিহীন এই পদক্ষেপের প্রশংসায় ভেসে গিয়েছে টুইটার৷ বিদেশমন্ত্রী যে নিয়মিত দেশ-বিদেশের সব খবর রাখছেন, সেটা এখন স্পষ্ট৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement