সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মুসলিম তোষণের অভিযোগ উঠল সুষমা স্বরাজের বিরুদ্ধে। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী কেবলমাত্র ইসলাম ধর্মাবলম্বীদেরই ভিসা দিতে সাহায্য করছেন। এমনই অভিযোগ আনল হিন্দু জাগরণ সংঘ। টুইটার মারফত প্রবাসী ভারতীয়দের সাহায্য করেন বিদেশমন্ত্রী। প্রবাসীরা কোনও সমস্যায় পড়লে মন্ত্রীকে টুইট মারফত সেই খবর জানালেই, তাঁদের সাহায্যে এগিয়ে আসেন সুষমা। যে কোনও ধরনের পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত সমস্যার চটজলদি সমাধান মেলে মন্ত্রীর কাছে।
কিন্তু মন্ত্রী নাকি সকলকে এই সাহায্য করেন না। তিনি বেছে বেছে ইসলাম ধর্মাবলম্বীদের সাহায্য করেন টুইটারে। এই অভিযোগই আনা হয়েছে সুষমার বিরুদ্ধে। হিন্দু জাগরণ সংঘ একটি টুইটে সুষমার বিরুদ্ধে মুখ খুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তাঁরা জানিয়েছেন, সুষমা স্বরাজ নাকি কেবল মুসলিমদেরই সাহায্য করছেন।
কিন্তু অভিযোগ পেয়ে থেমে থাকেননি মন্ত্রী। পাল্টা টুইট করে জানিয়েছেন, “ভারত আমার দেশ। এখানকার মানুষ আমার মানুষ। জাত-পাত-ধর্ম-ভাষা এসব কিছুই আমার কাছে কাছে গুরুত্বহীন।”
India is my country. Indians are my people. The caste, state, language or religion is not relevant for me. https://t.co/z59339vjGt
— Sushma Swaraj (@SushmaSwaraj) January 20, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.