সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়ার ঘটনায় ক্ষুব্ধ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ লখনউয়ের বাসিন্দা এক দম্পতি ভিন ধর্মের হওয়ায় পাসপোর্ট করাতে গিয়ে বিপাকে পড়েন৷ ওই দম্পতিকেই পাসপোর্ট পেতে সাহায্য করেন বিদেশমন্ত্রী৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয় তাঁকে৷ সেই আক্রমণের জবাবে এবার টুইটারে ভোটাভুটি ব্যবস্থা করলেন সুষমা স্বরাজ৷
সুষমা লেখেন, বন্ধুরা, আমি কিছু টুইটে লাইক দিয়েছি। শেষ কদিন ধরে এমনটা ঘটছে। আপনারা কি এ ধরনের টুইট সমর্থন করেন? দয়া করে রিটুইট করুন। ভোটে হ্যাঁ ও না-এর মধ্যে বেছে নিতে হবে। শেষ ১৫ ঘণ্টায় ৫০,০০০-র বেশি মানুষ ভোট দিয়েছেন। ৫৮ শতাংশ ‘না’ বলেছেন, ৪২ শতাংশ ‘হ্যাঁ’।
Friends : I have liked some tweets. This is happening for the last few days. Do you approve of such tweets ? Please RT
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 30, 2018
সপ্তাহখানেক আগে পাসপোর্ট করাতে যান লখনউয়ের বাসিন্দা তনভি ও তাঁর স্বামী৷ ইসলাম ধর্মাবলম্বী তনভি বিয়ে করেন হিন্দু ধর্মাবলম্বী এক যুবককে৷ পাসপোর্ট অফিসারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন ওই দম্পতি৷ তনভির অভিযোগ, বিয়ের পরেও কেন হিন্দু নাম ব্যবহার করছেন তিনি, কেনই বা তাঁর স্বামী হিন্দু ধর্মগ্রহণ করেননি, এ বিষয়ে নানা প্রশ্ন করেন ওই পাসপোর্ট অফিসার৷ টুইটের মাধ্যমে দুর্ব্যবহারের কথা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে জানান ওই দম্পতি৷ এরপরই পাসপোর্ট অফিসারকে বদলি করে দেন সুষমা৷ পাসপোর্টও পেয়ে যান ওই দম্পতি৷
তারপর থেকেই সোশাল মিডিয়ায় বিদেশমন্ত্রীকে নানা অভিযোগ জানানো হয়৷ কেন ওই দম্পতিকে পাসপোর্ট পাইয়ে দিতে এত উদ্যোগী হলেন সুষমা, সেই প্রশ্নও তোলেন অনেকে৷ কেউ কেউ অভিযোগ করেন, ওই দম্পতির পাসপোর্টের আবেদনে কিছু ভুল ছিল৷ এই অভিযোগের তদন্তে উত্তরপ্রদেশ সরকার একটি কমিটি গঠন করে৷ ট্রোলড করা শুরু হয় বিদেশমন্ত্রীকে৷ এই কাজের জন্য সুষমা স্বরাজের কিডনি সংক্রান্ত অসুস্থতা আরও বাড়ুক, টুইটে এমন প্রার্থনাও করে অনেকে৷ নেটিজেনদেরই এবার পালটা জবাব দিলেন বিদেশমন্ত্রী৷ ওই টুইটগুলির পরিপ্রেক্ষিতে ভোটাভুটির বন্দোবস্ত করেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.