সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে লাগাতার জঙ্গি হামলা এবং সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত-পাক সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। সার্ক বৈঠক থেকে ক্রিকেটের বাইশ গজ, সব ক্ষেত্রেই জ্বলেছে বিদ্বেষের আগুন। কিন্তু এসব সত্ত্বেও যে মানবিকতা সম্পূর্ণ শেষ হয়ে যায়নি, সেটাই প্রমাণ করে ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। গোলাগুলি ও হিংসার তীক্ষ্ণতার মধ্যেও পাক শিশুর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। অবশেষে সোমবার সন্তানকে নিয়ে এ দেশে পা রাখতে চলেছে ওই পাক পরিবার।
গুরুতর হার্টের সমস্যায় ভুগছে সে। তাই যত শীঘ্র সম্ভব ভাল জায়গা থেকে চিকিৎসার প্রয়োজন তার। সোমবার চার মাসের শিশুকে নিয়ে এ দেশে পৌঁছাবেন লাহোরের দম্পতি। হৃদপিণ্ডে একটি ছিদ্র রয়েছে রোহনের। নয়ডার একটি বেসরকারি হাসপাতালে প্রথমে তা পরীক্ষা করে দেখবেন পেডিয়েট্রিক কার্ডিওলজিস্ট। তারপর সেখানেই হার্টের অস্ত্রোপচার হবে তাঁর।
কেন্দ্রের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তানিরা শুধুমাত্র মেডিক্যাল ভিসা দেখিয়েই ভারতে আসতে পারবেন। তবে তা অবশ্যই পাক প্রধানমন্ত্রীর বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সুপারিশ করা হতে হবে। যদিও চার মাসের ছোট্ট রোহনের চিকিৎসার জন্য এই কড়া আইন শিথিল করলেন ভারতের বিদেশমন্ত্রী।
মেডিক্যাল ভিসা পেতে বেশ সমস্যায় পড়েছিলেন রোহনের বাবা-মা। ফলে সন্তানের চিকিৎসার জন্য ভারতে আসা একপ্রকার অনিশ্চিত হয়ে পড়েছিল লাহোরের বাসিন্দাদের। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই ঘটনার কথা কানে যায় সুষমার। টুইটারে সন্তানের অসুস্থতার কথা জানিয়েছিলেন বাবা কানওয়াল সাদিক। তখনই ওই পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি দেন সুষমা। বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের চাপানোতরের শিকার হতে হবে না দুধের শিশুকে। তাঁর নির্দেশেই ভারতে আসার ছাড়পত্র পান পাক নাগরিকরা।
Why my bud suffers for medical treatment!! Any answers Sir Sartaaj Azeez or Ma’am Sushma?? pic.twitter.com/p0MGk0xYBJ
— Ken Sid (@KenSid2) May 24, 2017
হাসপাতালের সিইও ডক্টর মনোজ লুথরা বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ওঁর উদ্যোগেই এত অল্প সময়ে ভিসা পেল ওই পরিবার। দুই দেশের সম্পর্কের কথা চিন্তা না করে সুষমা স্বরাজ যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। শিশুর ভাল চিকিৎসার সবরকম ব্যবস্থা আমরা করব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.