Advertisement
Advertisement

Breaking News

যুদ্ধের আবহে পাক-কন্যাদের সুরক্ষিতভাবে ঘরে ফেরালেন সুষমা

অতিথির দেশ পাকিস্তান হলেও সেবায় কোনও কসুর করবে না হিন্দুস্থান৷

Sushma Swaraj Helped These Pakistani Girls Get Home Safe
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 4, 2016 7:15 pm
  • Updated:October 4, 2016 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন আগেই রাষ্ট্রপুঞ্জের বক্তৃতায় পাক বিরোধিতায় ঝড় তুলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ কিন্তু যখন যুদ্ধ পরিস্থিতিতে চিন্তায় পরেছিল ১৯ জন পাক-কন্যা, তখন তাদের সুরক্ষায় পাশে এসে দাঁড়ালেন সুষমা স্বরাজই৷ আবার বুঝিয়ে দিলেন অতিথির যোগ্য সম্মান দিতে ভারত এখনও ভোলেনি৷ আর সেই অতিথির দেশ পাকিস্তান হলেও সেবায় কোনও কসুর করবে না হিন্দুস্থান৷

Advertisement

সম্প্রতি, একাদশ বিশ্ব যুব শান্তি উৎসবে অংশগ্রহণ করতে সাতদিনের ভারত সফরে এসেছিল পাকিস্তানের ১৯ জন পাক কিশোরী। সোমবারই তারা সকলে নিজের দেশে ফিরে গিয়েছে। দেশে ফিরে রীতিমতো টুইট করে জানিয়ে দিয়েছেন নিজেদের অনবদ্য সফরের কথা৷ ধন্যবাদ জানিয়েছেন সুষমাকে৷

জানা গিয়েছে, পাক-অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের ঠিক একদিন আগে মঙ্গলবার তারা রাজধানীতে আসে। বুধবার রাতে ভারতীয় কম্যান্ডোদের অভিযান হয় পাক-অধিকৃত কাশ্মীরে। এই ব্যবস্থায় ভারত-পাক সম্পর্ক তলানিতে এসে ঠেকায় পাক ছাত্রীরা আশঙ্কিত হয়ে পড়ে। তাদের  মনে হয়েছিল, এদেশে প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে পারে তারা। এমনকী, তাদের অভিভাবকরাও আতঙ্কিত হয়ে পড়েন।

কিন্তু, ভারতের তরফে অভয় দেওয়া হয়, কোনও সমস্যা হবে না। ভারতে যাতে পাক প্রতিনিধিদলের কোনও সমস্যা না হয়, তার সব ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগী হন সুষমা। টুইটে তিনি জানিয়ে দিয়েছিলেন, “পাক-কিশোরীদের দেশে ফেরার বিষয়টি নিয়ে চিন্তিত৷ কারণ মেয়েরা বড় আপন হয়৷” পাক কন্যাও অভিভূত মন্ত্রীর এই ব্যবহারে৷ দেশে ফেরার খবর এবং সুষমার এই ব্যবহারের ভূয়সী প্রশংসা করেছে সে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub