সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমর্থক তথা দলের সব স্তরের নেতাদের সমস্ত অনুরোধ উপেক্ষা করে কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তে অনড় রাহুল গান্ধী। তাই, আর দেরি না করে পরবর্তী সভাপতি খোঁজার কাজ শুরু করে দিয়েছে কংগ্রেস। দলীয় সূত্রের খবর, গান্ধী পরিবার ঘনিষ্ঠ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডে হতে পারেন দেশের সবচেয়ে পুরনো দলের নতুন সভাপতি। এমনটাই সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। যদিও, দলের সর্বস্তরের নেতাই চাইছেন, রাহুলই দলের সভাপতি পদ আগলে রাখুন।
লোকসভায় দলের হারের দায় নিয়ে কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। কিন্তু, দল এখনও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেনি। রাহুলের সমর্থনে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন দলের অন্তত শ’দুয়েক নেতা। তবু, অনড় কংগ্রেস সভাপতি। তাঁর বক্তব্য, কংগ্রেসে দায় নেওয়ার সংস্কৃতিটাই নষ্ট হয়ে গিয়েছে। তিনি সেই সংস্কৃতিকে ফেরাতে চান। কাউকে না কাউকে দায় নিতেই হবে। তাই তিনি নিজেই সরে দাঁড়াচ্ছেন। সভাপতির পথ ধরে যারা যারা পদত্যাগ করছেন, তারাও দলের তরুণ ব্রিগেডের মধ্যেই পড়েন। কংগ্রেস সভাপতির ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, তিনি চাইছেন দলের জড়ভরত নেতারাও তাঁর মতোই লোকসভার দায় নিয়ে পদত্যাগ করুক। কিন্তু, এখনও পর্যন্ত তেমন কোনও লক্ষ্মণই দেখা যায়নি। তাই, আপাতত পদত্যাগের সিদ্ধান্তে অনড় রাহুল।
স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতারা মনে মনে নতুন সভাপতি খোঁজার কাজ শুরু করে দিয়েছেন। লড়াইয়ে নাম উঠেছিল শচীন পাইলটেরও। কিন্তু, কংগ্রেসের প্রবীণ ব্রিগেড বেছে বেছে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ শিণ্ডে সভাপতি হিসেবে বাছা হয়েছে বলে দাবি করা হয়েছে প্রথম সারির হিন্দি সংবাদপত্র ‘দৈনিক জাগরণ’-এ। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি, শিণ্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও ছিলেন। ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। এবছরের শেষের দিকে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। সেকথা মাথায় রেখেই শিণ্ডেকে বাছা হতে পারে বলে কংগ্রেস সূত্রের খবর। যদিও, আনুষ্ঠানিক ঘোষণা এখনই হওয়ার সম্ভাবনা কম। কারণ, এই মুহূর্তে শিণ্ডের নাম ঘোষণা হলে দলের অনেকাংশে বিক্ষোভ হতে পারে বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব। তাই, পরিস্থিতি কিছুটা শান্ত হলে ঘোষণা করা হতে পারে নতুন সভাপতির নাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.