সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি জেলবন্দি। তবুও সেখান থেকেই বিহারের (Bihar) রাজনীতিতে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠলেন লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। বর্ষীয়ান রাজনীতিবিদের বিরুদ্ধে অভিযোগ, জেলে বসেই এনডিএ-র (NDA) বিধায়কদের প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা ও রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি (Sushil Modi)।
মঙ্গলবার সন্ধেয় এক টুইটে সুশীল অভিযোগ করেন, লালু রাঁচি থেকে ফোন করে এনডিএ বিধায়কদের মন্ত্রিত্বের লোভ দেখিয়ে তাঁদের পক্ষে আসার প্রস্তাব দিচ্ছেন। সেই সঙ্গে তিনি লালু ব্যবহৃত ফোন নম্বরটিও শেয়ার করেছেন। এমনকী তিনি নিজেও ওই নম্বরে ফোন করে বিষয়টি যাচাই করে দেখেছেন বলেও দাবি সুশীলের। তাঁর কথায়, ‘‘আমি ফোন করলে লালুই তা তুলেছিলেন। আমি ওঁকে জানিয়েছি, জেলে বসে এমন সস্তা খেলা খেলো না। তুমি সফল হতে পারবে না।’’ প্রসঙ্গত, লালু ও সুশীল দু’জনেই বিগত শতাব্দীর সাতের দশক থেকে একে অপরকে চেনেন। দু’জনেই সেই সময়ে ছাত্রনেতা ছিলেন।
Lalu Yadav making telephone call (8051216302) from Ranchi to NDA MLAs & promising ministerial berths. When I telephoned, Lalu directly picked up.I said don’t do these dirty tricks from jail, you will not succeed. @News18Bihar @ABPNews @ANI @ZeeBiharNews
— Sushil Kumar Modi (@SushilModi) November 24, 2020
বুধবার সকালে লালুর এই ফোন কলের একটি অডিও ক্লিপও শেয়ার করেছেন সুশীল মোদি। তা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। দাবি, ওই ক্লিপে কথা বলতে শোনা যাচ্ছে লালুপ্রসাদ ও বিজেপি বিধায়ক লাল্লন যাদবকে। ক্লিপে লালুকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমরা তোমাকে মন্ত্রী করে দেব। শুধু কালকের স্পিকার নির্বাচনে আমাদের সাহায্য করতে হবে।’’ জবাবে বিজেপি বিধায়ককে দৃঢ়ভাবে লালুর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলতে শোনা যায়, ‘‘আমি একটি দলে রয়েছি।’’ তা শুনে লালুর উত্তর, ‘‘অনুপস্থিত হয়ে যাও। বলে দিও, তোমার করোনা হয়েছে।’’
लालू यादव ने दिखाई अपनी असलियत
लालू प्रसाद यादव द्वारा NDA के विधायक को बिहार विधान सभा अध्यक्ष के लिए होने वाले चुनाव में महागठबंधन के पक्ष में मतदान करने हेतु प्रलोभन देते हुए। pic.twitter.com/LS9968q7pl
— Sushil Kumar Modi (@SushilModi) November 25, 2020
দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাবাসে রয়েছেন লালু। যদিও আরজেডি সুপ্রিমো শারীরিক অসুস্থতার কারণে তাঁর জেলবন্দি জীবনের বেশির ভাগটাই কাটাচ্ছেন হাসপাতালে। গত কয়েক সপ্তাহ ধরে অবশ্য তিনি রয়েছেন এক বাংলোয়। রাঁচির আরআইএমএস হাসপাতালের ডিরেক্টরের জন্য বরাদ্দ ওই বাংলোতেই আপাতত রাখা হয়েছে লালুকে। প্রসঙ্গত, এবারের নির্বাচনে লালুর দল আরজেডি খুবই ভাল ফল করেছে। তবে লালু নন, নির্বাচনে দলের মুখ ছিলেন তাঁর পুত্র তেজস্বী যাদব। যদিও সবথেকে বেশি আসন আরজেডি জেতা সত্ত্বেও রাজ্যে সরকার গড়েছে বিজেপি-জেডিইউ জোট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.