Advertisement
Advertisement
Sushil Chandra Chief Election Commissioner

বাংলার ভোট চলাকালীনই বদলাচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার, সুনীল অরোরার পরিবর্ত কে?

মঙ্গলবারই দায়িত্ব নিচ্ছেন নতুন নির্বাচন কমিশনার।

Sushil Chandra appointed as the Chief Election Commissioner with effect from 13th April | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 12, 2021 8:29 pm
  • Updated:April 12, 2021 8:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই মেয়াদ শেষ হল মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার। সোমবারই নিজের কার্যকাল শেষ করছেন অরোরা। তাঁর পরিবর্তে দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন সুশীল চন্দ্র। ১৩ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার নতুন দায়িত্ব নেবেন সুশীল (Sushil Chandra)।

সুনীল অরোরা ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন। তার আগে রাজস্থান এবং ভারত সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। জাতীয় নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেওয়ার ১৪ মাসের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারের (Chief Election Commissioner) পদে উন্নীত হন সুনীল (Sunil Arora)। ২০১৮ সালের ডিসেম্বর মাসে ওপি রাওয়াতের পরিবর্তে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি। বাংলার ভোট ঘোষণার দিনই একপ্রকার আবেগঘন ভাষায় সুনীল অরোরা জানিয়েছিলেন, “মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে এটাই তাঁর শেষ সাংবাদিক বৈঠক।” অরোরার অধীনে ২০১৯ লোকসভা নির্বাচনের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনা করেছে কমিশন। তাঁর আমলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্নও তুলেছে বিরোধীরা। একাধিক ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে। প্রশ্নের মুখে পড়েছে ইভিএমও। আবার তাঁর আমলেই ভিভিপ্যাটের ব্যবহার ব্যাপক হারে শুরু হয়েছে। সব মিলিয়ে কমিশনের ইতিহাসের এক ঘটনাবহুল অধ্যায় শেষ হল সোমবার।

Sushil Chandra appointed as the Chief Election Commissioner with effect from 13th April

[আরও পড়ুন: ফের সক্রিয় রাজনীতিতে আসছেন প্রশান্ত কিশোর! ইঙ্গিত দিলেন নিজেই]

সুনীলের পরিবর্তে যিনি এলেন সেই সুশীল চন্দ্র নির্বাচন কমিশনার হিসেবে কাজ করছেন ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে। অর্থাৎ ২০১৯ লোকসভা নির্বাচনের ঠিক আগে থেকেই দেশের ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তিনি। অরোরার পর তিনিই সবচেয়ে অভিজ্ঞ নির্বাচন কমিশনার (Election Commission)। সেই সুবাদেই তাঁকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। ২০২২ সালের ১৪ মে পর্যন্ত এই পদে থাকবেন তিনি। বাংলার শেষ চার দফার নির্বাচন সুশীলের অধীনেই হবে। পাশাপাশি আগামী দিনে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর, এবং উত্তরাখণ্ডের নির্বাচনও তাঁর অধীনেই পরিচালনা করবে কমিশন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement