সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীতে অযোধ্যায় (Ram Navami In Ayodhya) সূর্যতিলকে অভিষেক রামলালার। জন্মতিথিতে বালক রামের তিলক আঁকলেন সূর্যদেব! ঠিক দুপুর ১২টা নাগাদ সূর্যরশ্মি এসে পড়ল রামলালার কপালে। প্রায় ৬মিনিট ধরে যেন ঐশ্বরিক দৃশ্যের স্বাক্ষী থাকল অয্যোধার রামমন্দির। সবটাই সম্পূর্ণ হয়েছে প্রযুক্তির ভিত্তিতেই। সঙ্গে সরযূ তীরে জ্বলল লক্ষ দীপ।
রবিবার রামনবমী। সেই উপলক্ষ্যে অযোধ্যার রামমন্দিরে ভিড় উপচে পড়েছে। এদিন সকাল থেকেই এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলেন পুরোহিত থেকে ভক্তরা সকলে। ১২টা বাজতেই সূর্যরশ্মি এসে তিলক আঁকল। বিশেষ পুজোর মাধ্যমে অভিষেক করা হয় রামলালার। প্রায় ৬ মিনিট এই তিলক থাকে।
#WATCH | ‘Surya Tilak’ illuminates Ram Lalla’s forehead at the Ram Janmabhoomi Temple in Ayodhya, on the occasion of Ram Navami
‘Surya Tilak’ occurs exactly at 12 noon on Ram Navami when a beam of sunlight is precisely directed onto the forehead of the idol of Ram Lalla, forming… pic.twitter.com/gtI3Pbe2g1
— ANI (@ANI) April 6, 2025
আইআইটি রুরকির বিজ্ঞানীরা সূর্যতিলকের জন্য একটি বিশেষ অপটো-মেকানিক্যাল সিস্টেম তৈরি করেছিলেন। মন্দিরের উপরের তলায় ইনস্টল করা একটি আয়নায় সূর্যের আলো পড়লে তা ঠিক ৯০ ডিগ্রিতে একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে এসে রামলালার কপালে এসে পড়ে। নলের অন্য প্রান্তে দ্বিতীয় আয়না রাখা হয়। এই আয়না ব্যবহার করে সূর্যেররশ্মিকে আবার প্রতিফলিত করানো হয়। এর পরে এটি পিতলের নলের সাহায্যে আবার ৯০ ডিগ্রিতে প্রতিফলিত করানো হয়। এই সূর্য তিলকের মাপ ৭৫ মিমি। গতবারও এই ঘটনার স্বাক্ষী থেকেছে বিশ্ব। এবার একই ঘটনা দেখলেন ভক্তরা। প্রতিবছর রামনবমীর অযোধ্যার মন্দিরে এই দৃশ্যের স্বাক্ষী থাকতে পারবেন ভক্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.