Advertisement
Advertisement

দিল্লিতে ১৫ হাজার মানুষের প্রাণ কেড়েছে বায়ুদূষণ!

সমীক্ষার রিপোর্টে উদ্বেগ৷

Survey says, Delhi air pollution caused of 15000 pepole death
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2018 7:46 pm
  • Updated:July 14, 2018 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানীর বায়ুদূষণের কথা বারবার শিরোনামে উঠে এসেছে৷ সমস্যায় জেরবার হয়েছেন আমজনতা৷ কিন্তু দিল্লিতে বায়ুদূষণের জেরে কতজনের মৃত্যু হয়েছে, সেই সংখ্যা শুনলে সত্যিই অবাক হয়ে যাবেন৷ সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের এক সমীক্ষায় পাওয়া তথ্য বলছে, ২০১৬ সালে রাজধানীতে বায়ুদূষণের ফলে মৃত্যু হয়েছে অন্তত ১৫ হাজারের কাছাকাছি মানুষ৷ সাংহাইয়ের মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ৬০০জন৷  একই কারণে প্রায় ১৮ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে বেজিংয়ে৷ সমীক্ষা অনুযায়ী বায়ুদূষণে বিশ্বে মৃত্যুর নিরিখে শীর্ষ দুটি স্থানই দখল করেছে চিনের দুই শহর৷ প্রথম স্থানে রয়েছে বেজিং৷ দ্বিতীয় স্থানে সাংহাই৷ বেজিং ও সাংহাইয়ের পর তৃতীয় স্থানেই রয়েছে দিল্লি৷

[বায়ুদূষণ থেকে জন্ম নেয় অপরাধমূলক মানসিকতা! কী বলছেন বিশেষজ্ঞরা?]

বিশ্বের নিরিখে দিল্লি তৃতীয় স্থানে থাকলেও, দেশের হিসাবে প্রথমে রয়েছে রাজধানীর নাম৷ দ্বিতীয় স্থানেই মুম্বই৷ যেখানে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৫০০ জন৷ তার ঠিক পরেই তৃতীয় স্থানে রয়েছে কলকাতা৷ তিলোত্তমায় বায়ুদূষণে মৃত্যু হয়েছে ৭ হাজার ৩০০জনের৷ বায়ুদূষণের ফলে বেঙ্গালুরু ও চেন্নাইয়ে ৪ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে৷ যুগ্মভাবে সমীক্ষা রিপোর্টে চতুর্থ স্থান পেয়েছে বেঙ্গালুরু ও চেন্নাই৷ রিপোর্টে বলা হয়েছে, বায়ুদূষণের সমস্যা সবচেয়ে বেশি রয়েছে চিন, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে৷

Advertisement

[ভারতে বায়ুদূষণে প্রতি মিনিটে দু’জনের মৃত্যু হয়, জানাল রিপোর্ট]

বায়ুদূষণের জেরে বর্তমান সময়ে ধোঁয়াশার সমস্যা বাড়ছে বলেই উল্লেখ রয়েছে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের রিপোর্টেও৷ এই সমস্যায় সবচেয়ে বেশি ভুগছে রাজধানী দিল্লি৷ বায়ুদূষণের মারাত্মক প্রভাব পড়ছে মানবদেহেও৷ বাড়ছে ক্যানসার, হৃদরোগ, ফুসফুসজনিত রোগের প্রবণতা৷ এমনকী বায়ুদূষণের প্রভাবে গর্ভস্থ ভ্রূণেরও ক্ষতি হচ্ছে৷

[OMG! বিশ্বের ২০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ১৪টিই ভারতের!]

সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের এই সমীক্ষার রিপোর্টে উদ্বিগ্ন পরিবেশবিদরা৷ সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের ডিরেক্টর অনুমিতা রায়চৌধুরি বলেন, ‘‘মানবসভ্যতার কাছে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ৷ সমস্যা রোধ করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে৷ আশা করব, পরিবেশমন্ত্রক এ বিষয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ করবে৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement