Advertisement
Advertisement

ক্যামেরাবন্দি হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক, জানাল ভারত

সূত্রের খবর, এত সবে শুরু৷ এখানেই থেমে যাবে না ভারত৷

Surgical Strikes Were Filmed, said sources
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 30, 2016 1:28 pm
  • Updated:September 30, 2016 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ নয়৷ তবে বুধবার মধ্য রাতে পাকিস্তানকে যুদ্ধের ট্রেলার দেখিয়ে দিয়েছে ভারতীয় সেনা৷ সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে সাতটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত৷ উরি সেনা ছাউনিতে হামলা করে ১৮ জন জওয়ানের প্রাণ নিয়েছিল পাক জঙ্গিরা৷ ইটের জবাব পাথরে ফিরিয়ে দিল দেশ৷ তবে সার্জিক্যাল স্ট্রাইকের কথা মেনে নিতে নারাজ পাকিস্তান৷ তাদেরকে উস্কে দেওয়ার জন্য ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের নয়া হাতিয়ার বলে মনে করছে পাকিস্তান৷ এবার পাকিস্তানের সেই ধারণাও ভুল প্রমাণ করতে চলেছে ভারতীয় প্রশাসন৷

সূত্রের খবর, সার্জিক্যাল স্ট্রাইকের গোটা ঘটনা ক্যামেরাবন্দি করা হয়েছে৷ ড্রোন ক্যামেরাতেও কিছু দৃশ্য শুট করা হয়েছে৷ অর্থাৎ পাক জঙ্গিদের উপর ভারতীয় সেনার জয়ের প্রমাণ স্বরূপ রয়েছে সেই ভিডিও৷ তবে সেসব ফুটেজ প্রকাশ্যে আনা হবে কি না, বা আনলে কবে আনা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার৷ দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই নেওয়া হয়ে সিদ্ধান্ত৷

Advertisement

উরিতে জঙ্গি হামলার দিন পাঁচেক পর কেরলের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে হুমকি দিয়েছিলেন, “আমরা আর চুপ করে বসে থাকব না৷ উরিতে যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের বলিদান বিফলে যাবে না৷” বুধবার যেন তাঁর সেই হুমকিই বাস্তবে পরিণত হল৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী যে সাহস করেননি, তা-ই করে দেখালেন মোদি৷

সূত্রের খবর, এ তো সবে শুরু৷ এখানেই থেমে যাবে না ভারত৷ পাকিস্তানকে কীভাবে একঘরে করে দেওয়া যায়, তার সবরকম প্রয়াস শুরু করে দিয়েছে প্রশাসন৷ প্রতিবেশি রাষ্ট্রের আর্থিক, অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক ভাবমূর্তিতে কড়া আঘাত হানতে চাইছে ভারত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement