Advertisement
Advertisement
Sterilisation camp

সাত ঘণ্টায় ১০১ জন মহিলার বন্ধ্যাত্বকরণের অভিযোগ! চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

অভিযুক্ত ডাক্তারের কাছে জবাব চেয়ে নোটিশও পাঠানো হয়েছে।

Surgeon Operates on 101 Women in 7 Hours at Sterilisation Camp in Chhattisgarh। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:September 4, 2021 8:08 pm
  • Updated:September 4, 2021 8:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র সাত ঘণ্টা। আর এই সময়ের মধ্যেই ১০১ জন মহিলার বন্ধ্যাত্বকরণের অপারেশন (Sterilisation) করার অভিযোগ উঠল এর শল্য চিকিৎসকের (Surgeon) বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ছত্তিশগড় (Chhattisgarh) সরকার। সরকারি নিয়মে যেখানে একদিনে ৩০টির বেশি অস্ত্রোপচার করতে পারেন না কোনও চিকিৎসক, সেখানে এত বেশি অপারেশন তিনি সত্যিই করে থাকলে শাস্তির মুখে পড়তে পারেন অভিযুক্ত চিকিৎসক।

জানা যাচ্ছে, গত ২৭ আগস্ট এক বন্ধ্যাত্বকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল রাজ্যের নর্মদাপুর স্বাস্থ্যকেন্দ্রে। ওইদিন বেলা ১২টা থেকে শুরু করে সন্ধে ৭টার মধ্য়ে অতগুলি অপারেশন করেছেন ওই চিকিৎসক। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। অভিযুক্ত ডাক্তারের কাছে জবাব চেয়ে নোটিশও পাঠিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

Advertisement

[আরও পড়ুন: নজরে তালিবান! এবার কাজাখস্তানের মাটিতে শক্তিপ্রদর্শন ভারতীয় ফৌজের]

তবে যে ১০১ জন মহিলার বন্ধ্যাত্বকরণ হয়েছিল ওইদিন, তাঁরা সকলেই সুস্থ আছেন। ছত্তিশগড়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মুখ্য সচিব ডা. অলোক শুক্লা জানিয়েছেন, একদিনে সর্বোচ্চ ৩০টি অপারেশন করতে পারেন কোনও শল্য চিকিৎসক। তদন্ত করে দেখা হবে, কেন এই গাইডলাইন ভাঙা হল।

তবে অভিযুক্ত ডাক্তার জানিয়েছেন, বহুসংখ্যক মহিলা তাঁর কাছে আরজি জানিয়েছিলেন, দ্রুত তাঁদের অপারেশন করে দেওয়ার জন্য। যেহেতু তাঁরা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসেছিলেন, তাই তাঁদের দাবি ছিল দ্রুত অপারেশন না হলে তাঁদের পক্ষে মুশকিল। সব দিক বিবেচনা করেই দ্রুত অপারেশন করতে হয়েছিল বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের নভেম্বরে সরকারি এক বন্ধ্যাত্বকরণ শিবিরে অপারেশন করানোর পরে ৮৩ জন মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেও প্রবল বিতর্ক ছড়িয়েছিল।

[আরও পড়ুন: Govt Job: রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরে একাধিক বিভাগে কর্মী নিয়োগ, সুযোগ মিস করবেন না]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement