Advertisement
Advertisement

রেলমন্ত্রীর টুইটে হাওড়া স্টেশনে শতাব্দী ওড়ানোর হুমকি, তল্লাশি

হাওড়ার রেল পুলিশ সুপার নীলাদ্রী চক্রবর্তী জানিয়েছেন, টুইটটি সম্ভবত ভুয়া৷

Suresh Prabhu's Tweet About Satabdi Express Blast Creates Chaos
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 10, 2016 10:28 am
  • Updated:September 10, 2016 10:28 am  

স্টাফ রিপোর্টার: রেলমন্ত্রী সুরেশ প্রভুর টুইটে শতাব্দী এক্সপ্রেস উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ টুইটে হুঁশিয়ারি ছিল, কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের স্টেশনগুলি থেকে যে সমস্ত শতাব্দী এক্সপ্রেস ছাড়ে তা উড়িয়ে দেওয়া হবে৷ ট্রেনগুলিতে এ জন্য বোমা রাখা হয়েছে৷
বিকেলে এই টুইট পাওয়া মাত্র কেন্দ্রের গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সতর্ক করে৷ লালবাজার সূত্রে বিশেষ সতর্কতা জারি করা হয় হাওড়া স্টেশনে৷ তবে শিয়ালদহের থেকে শতাব্দী এক্সপ্রেস না ছাড়ায় সেখানে তেমন সতর্কতা জারি হয়নি৷ এই খবর পাওয়া মাত্র আরপিএফের ডগ স্কোয়াড কুকুর নিয়ে তল্লাশির পাশাপাশি সন্দেহজনকদের উপর নজরদারি শুরু হয়৷ গোয়েন্দা বিভাগের বোমা নিষ্ক্রিয় বিভাগ হাওড়া স্টেশনে চলে আসে৷ জিআরপি-র ওসি নরেন দত্ত বিশেষ প্রশিক্ষিত পুলিশকর্মীদের নিয়ে তল্লাশি শুরু করেন৷ যাত্রীদের সতর্ক করা হয় দাবিহীন বস্তু না ধরার জন্য৷ দূরপাল্লা-সহ সন্দেহজনক লাগেজ তল্লাশি করা হয়৷
তবে যে সময়ে হুঁশিয়ারি এসেছিল তার পরে কোনও শতাব্দী এক্সপ্রেস ছিল না৷ ফলে তল্লাশি শিথিল করা হলেও নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি জারি থাকে৷ হাওড়ার রেল পুলিশ সুপার নীলাদ্রী চক্রবর্তী জানিয়েছেন, টুইটটি সম্ভবত ভুয়া৷ দেশের বৃহত্তম স্টেশনগুলিতে আতঙ্ক ছড়াতেই এই হুঁশিয়ারি৷ এ দিনই রেলমন্ত্রী সুরেশ প্রভুর কলকাতা আসার কথা ছিল৷ তবে তিনি অসুস্থ থাকায় আসেননি৷ ফলে এই হুঁশিয়ারি ঘিরে কলকাতায় আতঙ্কটাই ছিল বেশি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement