সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ পারে না এমন কোনও কাজ যে পৃথিবীতে নেই, এর প্রমাণ দিয়েছিলেন তিনি৷ একাই পাহাড় ভেঙে তৈরি করেছিলেন রাস্তা৷ আজ সেই রাস্তা ইতিহাসের গৌরবগাথায় ঠাঁই পেলেও৷ একদিন এর জন্য কালঘাম ছোটাতে হয়েছিল ‘মাউন্টেন ম্যান’ দশরথ মানঝিকে৷
প্রায় চল্লিশ বছর আগের কথা৷ নিজের গ্রামবাসীর দুর্দশার কথা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জানাতে চেয়েছিলেন দশরথ৷ বিহারের ছোট্ট গ্রাম থেকে দিল্লি পৌঁছতে ট্রেন ধরতে হত৷ কিন্তু, ট্রেন যায় গেহলর থেকে আট কিলোমিটার দূরে জেঠিয়ান থেকে৷ টিকিটের পয়সাও ছিল না তাঁর৷ অগত্যা হেঁটেই পাড়ি দিয়েছিলেন দিল্লি৷
দশরথ মানঝির এই কাহিনীই মন ছুঁয়ে গিয়েছিল কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভুর৷ তাই যখন জানতে পারলেন আজও আট কিলোমিটার দূরে জেঠিয়ান পর্যন্তই রেলের সুবিধা রয়েছে৷ ঠিক করেছেন দশরথের গ্রাম গেহলর পর্যন্ত পৌঁছে দেবেন রেল পরিষেবা৷
দিল্লিতে মগধ মহোৎসবে সামিল হয়ে এই কথা জানান রেলমন্ত্রী৷ তিনি বলেন, এই বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করবেন তিনি৷ সরকার সায় দিলে গেহলর গ্রামে সার্ভে করে দেখা হবে সেখানে রেলওয়ের সম্প্রসারণ করা যায় কিনা৷ সব ঠিকঠাক থাকলে খুব শিগগিরিই কাজ শুরু করে দেওয়া হবে৷ আর ট্রেনটির নাম হবে ‘মাউন্টেন ম্যান’-এর নামেই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.