সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ ছড়াচ্ছে করোনা আতঙ্ক। রক্ষা পাচ্ছেন না প্রথম সারির নেতামন্ত্রীরাও। মঙ্গলবারই করোনা আতঙ্কে সেল্ফ আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। এবার সেই পথেই হাঁটলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুরেশ প্রভু।
BJP MP Suresh Prabhu has kept himself under isolation at his residence for the next 14 days, as a precautionary measure even after testing negative, following his return from a recent visit to Saudi Arabia to attend Second Sherpas’ Meeting on 10th March 2020. (file pic) #COVID19 pic.twitter.com/jz4YYX6ecf
— ANI (@ANI) March 18, 2020
সদ্যই সৌদি আরব থেকে ফিরেছেন সুরেশ প্রভু। সৌদিতেও করোনা মারাত্মক আকার নিয়েছে। তাই ভারতে ফেরার পর তাঁর শরীরে করোনার জীবাণু আছে কিনা, তা পরীক্ষা করতে পাঠানো হয়। প্রাক্তন রেলমন্ত্রীর শরীরে মারক ভাইরাসের নমুনা না পাওয়া গেলেও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেকে আইসোলেশনে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ১৪ দিন তিনি অন্যদের সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন। আসলে ভি মুরলীধরনের মতোই তিনিও নিজে আইসোলেশনকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে চান।
করোনা থেকে কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা জারি করেছে, তাতেও বলা ছিল বিদেশ থেকে কেউ এলে তাঁকে অন্তত ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। সুরেশ প্রভুও সেই নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। করোনা রুখতে শুরু থেকেই তৎপর কেন্দ্র। মারক ভাইরাস ভারতে প্রবেশের আগে থেকেই নেওয়া হয়েছে সতর্কবার্তা। বেশ কিছু দেশ থেকে ভারতে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। তবে, তা সত্ত্বেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি মারক ভাইরাসের প্রকোপ। ইতিমধ্যেই দেড়শোর কাছাকাছি মানুষ এর কামড়ে আক্রান্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.