প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় ডিউটি করছিলেন পুলিশকর্মী। তারই খেসারত দিতে হল। এক ব্যক্তির গাড়ির বনেটে আটকে প্রায় ৪০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়া হল ওই পুলিশকর্মীকে। গুজরাটের (Gujarat) এই ভয়াবহ ঘটনা ধরা পড়ে এলাকার সিসিটিভিতে। জানা গিয়েছে, নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানো আটকাতে গিয়েই পুলিশকর্মীকে ধাক্কা মারে গাড়িটি। সেখান থেকেই বিপত্তি। তবে পুলিশের তৎপরতায় অভিযুক্ত গাড়িচালককে আটক করা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ওই পুলিশকর্মী।
ঘটনাটি ঘটেছে সুরাটের (Surat) কাটারগ্রাম এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণের কাজ করছেন এক পুলিশকর্মী। সেই সময়েই তীব্র গতিতে ঘটনাস্থলে আসে সাদা রঙের একটি স্কোডা গাড়ি। পুলিশকর্মীকে ধাক্কা মারার ফলে তিনি ছিটকে পড়েন গাড়ির বনেটের উপর। ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীকে নিয়ে প্রায় ৪০০ মিটার দূরত্ব পেরিয়ে যায় গাড়িটি। শেষ পর্যন্ত একটি স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে গাড়ি থামে। রাস্তায় পড়ে যান পুলিশকর্মী।
সঙ্গে সঙ্গেই গাড়িটিকে পাকড়াও করেন দায়িত্বে থাকা অন্য পুলিশকর্মীরা। গাড়িচালকের বিরুদ্ধে অভিযোগ, ওই পুলিশকর্মী বাঁচার আবেদন জানালেও গাড়ির গতি না কমিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে। দায়িত্বে থাকা পুলিশকর্মীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুরাটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার গৌতম জোশী জানান, অলকাপুরী এলাকায় নজরদারি চালাচ্ছিল পুলিশ। সেই সময়েই নম্বরপ্লেট ছাড়া একটি স্কোডা গাড়ি তাঁদের চোখে পড়ে। আটকাতে গেলেই পুলিশকর্মীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে গাড়িচালক। তবে শেষ পর্যন্ত পালাতে পারেনি গাড়িটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.