ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর বাড়তি ওজন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তা কমাতে এক চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন স্বামী। খরচও করেন বেশ কিছু টাকা। কিন্তু কোথায় কী! অত টাকা খরচ করে একটুও ওজন কমেনি স্ত্রীর। আর তাই পেশায় শিক্ষক গুজরাটের (Gujrat) সুরাটের (Surat) বাসিন্দা ওই ব্যক্তির রাগ গিয়ে পড়ল চিকিৎসকের উপরেই। তাঁকে মারধর করে টাকাপয়সা লুটের অভিযোগও উঠল মনোজ দুধাগরা নামে ওই ব্যক্তির উপর।
জানা গিয়েছে, স্ত্রীর ওজন কমানোর জন্য সুরাটের শ্রীজি সোসাইটিতে অবস্থিত অজয় মোরাদিয়া নামে এক চিকিৎসকের ক্লিনিকে যায় মনোজ। সেখানেই তার স্ত্রীর ওজন কমানোর চিকিৎসাও শুরু হয়। কিন্তু বেশ কয়েকদিন চিকিৎসা চলার পরও মনোজের স্ত্রীর ওজন কমেনি। এরপরই ওই চিকিৎসকের উপর গিয়ে তার রাগ পড়ে। অজয় মোরাদিয়ার ক্লিনিকে গিয়ে ঝামেলা বাঁধায় মনোজ।
এরপরই ওই চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা বাবদ খরচ করা টাকাও ফেরত চায় সে। কিন্তু অজয় টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ এরপরই চিকিৎসকের উপর চড়াও হয় মনোজ। একটি ধারালো লোহার ব্লেড দিয়ে আঘাতও করে। সেই সঙ্গে চলে মারধরও। এমনকী যাওয়ার আগে মোরাদিয়ার মানিব্যাগ থেকে ১৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। শেষপর্যন্ত গুরুতর আহত অবস্থায় ওই চিকিৎসককে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিশও। পলাতক মনোজের খোঁজে চলছে তল্লাশি। এছাড়া একাধিক ধারায় মামলাও রুজু হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ডাক্তারি ছাড়াও বিভিন্ন আয়ুর্বেদিক প্রোডাক্টও বিক্রি করতে অজয় মোরাদিয়া নামে ওই চিকিৎসক। আর দীর্ঘদিন ধরেই মনোজের স্ত্রীর চিকিৎসাও করছিলেন। এদিকে, এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই অনেকেই হতবাক হয়ে গিয়েছেন। স্ত্রীর ওজন না কমায় একজন ব্যক্তি যে এরকম কাজও করতে পারেন, তা অনেকেই বিশ্বাস করতে পারছেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.