Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

মনোনয়ন বাতিলের পরেই নিখোঁজ সুরাটের কংগ্রেস প্রার্থী! বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে

মনোনয়ন বাতিলের জেরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন বিজেপি প্রার্থী।

Lok Sabha 2024: Surat Congress candidate goes missing after nomination cancelled

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 23, 2024 1:47 pm
  • Updated:April 23, 2024 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তথ্য অসঙ্গতির জন্য বাতিল হয়েছে মনোনয়ন। তার জেরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন বিজেপি (BJP) প্রার্থী। তার পর থেকেই নিখোঁজ সুরাটের কংগ্রেস প্রার্থী! জোর জল্পনা, তিনি নাকি এবার যোগ দেবেন গেরুয়া শিবিরে। যদিও সুরাটে নতুন করে নির্বাচনী প্রক্রিয়া শুরু করার দাবিতে সুর চড়িয়েছে কংগ্রেস।

সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাট (Surat) কেন্দ্রে জয়ী হয় গেরুয়া শিবির। গুজরাট বিজেপির প্রধান সিআর পাটিল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে প্রথম পদ্মটি তুলে দিল সুরাট। কারণ সুরাট কেন্দ্রে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানির মনোনয়ন বাতিল হয়। নির্বাচন (Lok Sabha 2024) কমিশনের অভিযোগ, মনোনয়নপত্রে দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে বলেই মনোনয়ন বাতিল করা হয়েছে। তার পরই সুরাট কেন্দ্রের অন্যান্য প্রতিদ্বন্দ্বীরাও মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান বিজেপি প্রার্থী মুকেশ দালাল।

Advertisement

[আরও পড়ুন: ২০ বছর আগে বাবাকে মেরেছিল জঙ্গিরা, উপত্যকায় এবার টার্গেট কিলিংয়ের শিকার ছেলে

তার পর থেকেই নাকি উধাও হয়ে গিয়েছেন কংগ্রেস (Congress) প্রার্থী নীলেশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ফোন করে যোগাযোগ করা যাচ্ছে না তাঁর সঙ্গে। বাড়িতেও তালা পড়ে গিয়েছে তাঁর। সূত্রের খবর, মনোনয়ন বাতিল হওয়ার পরে নাকি বিজেপিতে যোগ দেবেন কংগ্রেস প্রার্থী। এই খবর ছড়িয়ে পড়ার পরেই নেতার বাড়ির তালাবন্ধ দরজার সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা। ‘জনতা কা গদ্দার’ পোস্টারও পড়েছে নীলেশের বাড়িতে।

যদিও মনোনয়ন বাতিলের নেপথ্যে রাজনীতি রয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। কারণ কমিশনের দাবি, মনোনয়নপত্রে ৩ জন প্রস্তাবকের নাম ও সই প্রয়োজন পড়ে। কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্রে যাঁদের নাম ও সই ছিল তাঁরাই অভিযোগ করেন সই নকল করা হয়েছে। তার জেরেই খারি হয় কংগ্রেস প্রার্থীর মনোনয়ন। গোটা ঘটনার পরে কমিশনের দ্বারস্থ হয়ে মনোনয়ন প্রক্রিয়া নতুন করে শুরু করার দাবি জানিয়েছে কংগ্রেস।

[আরও পড়ুন: ‘জামাইবাবুর নজর রয়েছে’, আমেঠি নিয়ে ‘শালাবাবু’ রাহুলকে খোঁচা স্মৃতি ইরানির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement