ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপিটুনির ক্ষেত্রে প্রতিবাদ হচ্ছে বেছে বেছে। উদ্বেগ প্রকাশ করল খোদ সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজস্থানের উদয়পুরে গণপিটুনির শিকার কানহাইয়া লালের (Kanhaiya Lal) প্রসঙ্গ তুলে শীর্ষ আদালত বলছে, প্রতিবাদ যদি করতে হয়, এক্ষেত্রেও করা উচিত।
গণপিটুনি বিরোধী মামলায় সাড়া নেই অধিকাংশ রাজ্যের। উক্ত মামলায় মধ্যপ্রদেশ, হরিয়ানা ছাড়া দেশের কোনও রাজ্যেই হলফনামা দেয়নি। তাই গণপিটুনি বিরোধী মামলায় ফের রাজ্যগুলির জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, গণপিটুনির মতো ঘটনা রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, অন্তত সেটুকু রাজ্যগুলি জানাতে পারত। কিন্তু কোনও উত্তর আসেনি। তাই রাজ্যগুলিকে আরও ছয় সপ্তাহ সময় দেওয়া হল।
এই মামলার শুনানি চলাকালীন এদিন মামলাকারী সংস্থার তরফে আইনজীবী নিজাম পাশা বিভিন্ন রাজ্যের গণপিটুনির তথ্য তুলে ধরেন। অধিকাংশ ক্ষেত্রেই যার শিকার মুসলিমরা। তখনই আদালতের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, রাজস্থানের উদয়পুরের সেই ট্রেলার কানহাইয়া লালের ব্যপারে কী বলবেন? তাঁকেও তো গণপিটুনি দেওয়া হয়েছিল। এর প্রতিবাদ করতে গেলে বেছে বেছে কিছু কিছু রাজ্যের পরিসংখ্যান তুলে ধরলে হবে না। সব রাজ্যের পরিসংখ্যান তুলে ধরতে হবে।
২০২২ সালে রাজস্থানের উদয়পুরে প্রকাশ্যে পিটিয়ে মারা হয় কানহাইয়া লাল নামের এক ট্রেলার কে। অভিযোগ ছিল, মুসলমান জেহাদিদের দিকে। সেসময় রাজস্থানে ক্ষমতায় ছিল কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে, সেই ঘটনার উল্লেখ গণপিটুনি নিয়ে প্রতিবাদের সময় করা হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.