Advertisement
Advertisement
Supreme Court

‘শস্যের গোড়া পোড়ানো বন্ধ করুন’, দিল্লি দূষণে পাঞ্জাব-সহ পড়শি রাজ্যগুলিকে সুপ্রিম হুঁশিয়ারি

'মানুষের স্বাস্থ্যকে খুন করা হচ্ছে', মন্তব্য শীর্ষ আদালতের।

Supreme Court's Big Order For On Delhi Air Pollution | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 7, 2023 1:47 pm
  • Updated:November 9, 2023 10:18 am  

সোমনাথ রায়, নয়াদিল্লি: “দিল্লির দূষণ (Delhi Air Polution) নিয়ে রাজনৈতিক লড়াই চলতে পার না, মানুষের স্বাস্থ্যকে খুন করা হচ্ছে।” রাজধানীর দূষণ নিয়ে মঙ্গলবার কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে শস্যের গোড়া পোড়ানো নিয়ে চরম হুঁশিয়ারি দিল আদলত। রাজ্যগুলিকে অবিলম্বে এই কাজ বন্ধ করার নির্দেশ দিল শীর্ষ আদালত।

গত এক সপ্তাহ ধরে দিল্লির বাতাসের গুণগত মান ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবারও বাতাসের গুণগত মান ৪০০-র উপরে। যার জেরে রাজধানীর সমস্ত স্কুল ১০ নভেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়াও গতকাল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকের পর জোড়-বিজোড় গাড়ির বিধি ফেরানো-সহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আদালত বুঝিয়ে দিল ‘মরণ কালে হরির নামে’র মতো এই ধরনের ব্যবস্থায় আদৌ লাভ হবে না। ভয়াবহ দূষণ নিয়ে প্রতিবেশী রাজ্যগুলি এবং দিল্লি সরকারকে ভর্ৎসনা করলেন দুই বিচারপতি।

Advertisement

[আরও পড়ুন: তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ কলকাতা হাই কোর্টের বিচারপতির বিরুদ্ধে, রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট]

উল্লেখ্য, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে শস্যের গোড়া পোড়ানো নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। রাজধানীর সাম্প্রতিক ধোঁয়াশার পর এই বিষয়ে অভিযোগ করেছিলেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাইও। শীর্ষ আদালত এদিন পাঞ্জাব সরকারকে নির্দেশ দিল, “শস্যের গোড়া পোড়ানো বন্ধ করতে হবে। কীভাবে করবেন জানি না। এটা আপনাদের দায়িত্ব। কিন্তু এটা অবিলম্ব বন্ধ হওয়া উচিত। অবিলম্বে পদক্ষেপ প্রয়োজন।” এছাড়াও কেন্দ্রকে চার রাজ্যের সঙ্গে বৈঠকেরও পরামর্শ দিয়েছে আদালত।

[আরও পড়ুন: নীরব-মেহুলদের ১৫ লক্ষ কোটির ঋণ মাফ! জনতার আমানত ‘নয়ছয়’ নিয়ে নির্মলাকে তোপ জহরের]

শস্যের গোড়া পোড়ানোর বিষয়টি শুনানিতে তোলেন দূষণ নিয়ে মামলাকারীর আইনজীবী অপরাজিতা সিং। তিনি জানান, মুখে ব্যবস্থা নেওয়ার কথা বললেও পাঞ্জাবে এখনও শস্যের গোড়া পোড়ানো চলছে। দিল্লির আজকের অবস্থার জন্য শস্যের গোড়া পোড়ানোই দায়ী। এর পরেই প্রতিবেশী রাজ্যগুলিকে শস্যের গোড়া পোড়ানো নিয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তবে এই বিষয়ে দিল্লি সরকারকেও রেয়াত করেননি দুই বিচারপতি এসকে কাউল এবং সুধাংশু ধুলিয়া। তাঁরা বলেন, “দূষণের জন্য দিল্লি সরকারও দায়ী। রাজপথে চলা বহু বাস দূষণের কারণ। আপনাদের এই ধরনের সমস্যার সমাধান করতে হবে। ”  আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement