Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, সুবিধা ছোট গাড়ির চালকদের

সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল।

Supreme Court's big decision for LMV Driving Holders
Published by: Subhajit Mandal
  • Posted:November 6, 2024 2:59 pm
  • Updated:November 6, 2024 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট গাড়ির চালকদের জন্য সুখবর। এবার কোনওরকম ‘আপগ্রেডেশন’ ছাড়াই ছোট পণ্যবাহী গাড়ি বা যাত্রীবাহী ভাড়ার গাড়ি চালাতে পারবেন ছোট গাড়ির লাইসেন্সপ্রাপ্ত চালকরা। এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

বুধবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, LVM অর্থাৎ হালকা মোটর যান চালকের লাইসেন্সপ্রাপ্তরা এবার থেকে পণ্যবাহী গাড়ি এবং যাত্রীবাহী ভাড়ার গাড়িও চালাতে পারবেন। তবে সেক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে ওজনের সীমা। LVM লাইসেন্সধারীরা ৭,৫০০ কেজি পর্যন্ত ওজনের পণ্যবাহী গাড়ি চালাতে পারবেন। অর্থাৎ পণ্য এবং গাড়ির সম্মিলিত ওজন ৭.৫০০ কেজি না ছাড়ালে আলাদা করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে না। লাইটওয়েট ভেহিকেল চালানোর লাইসেন্স থাকলেই চলবে।

Advertisement

বিচারপতি হৃষিকেশ রায়, বিচারপতি পিএস নরসিমা, বিচারপতি পঙ্কজ মিথাল এবং বিচারপতি মনোজ মিশ্র এদিন জানান, পথ নিরাপত্তা বিশ্বব্যাপী একটি গুরুতর সমস্যা৷ শুধু ভারতেই সড়ক দুর্ঘটনার কারণে ১.৭ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে৷ কিন্তু কোনও তথ্য বা কোনও অভিজ্ঞতাই প্রমাণ করতে পারেনি যে এই দুর্ঘটনার জন্য দায়ী LVM লাইসেন্সধারীরা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মালবাহী যানবাহন চালানোর জন্য অতিরিক্ত যোগ্যতার প্রয়োজনীয়তা শুধুমাত্র সেই সমস্ত যানের ক্ষেত্রেই, যেগুলোর ওজন ৭,৫০০ কেজির বেশি।

এর আগে ২০১৭ সালেও একইরকম রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বস্তুত সেই সিদ্ধান্তেই অনড় রইল শীর্ষ আদালত। এর মধ্যে কেন্দ্র সরকারও মোটর ভেহিকেল অ্যাক্ট সংশোধনে উদ্যোগী হয়েছে। এই মামলার শুনানি চলাকালীনই অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারমানি আদালতে জানিয়েছেন, ভেহিকেল আইন সংশোধনের কাজ প্রায় শেষ। যদিও এই সংশোধনীগুলো এখনও সংসদে পাশ করানো যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement