সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮৮ সালে বিয়ে করেছিলেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত নার্স সেলিমা জন। এরপরেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ। ‘বিয়ে’কে হাতিয়ার করেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। ওই মামলায় লিঙ্গ বৈষম্যের অভিযোগে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাশাপাশি ৬০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রায় তিন দশক আগে লেফটেন্যান্ট পদে ছিলেন সেলিমা। বিয়ের পরেই তাঁর চাকরি চলে যায়। ১৯৭৭ সালে সেনার আনা একটি নিয়মের উপরে দাঁড়িয়ে বরখাস্ত করা হয়েছিল সেলিমাকে। যদিও আদালতের দাবি, ওই নিয়ম ছিল স্বেচ্ছাচারী। লিঙ্গ-ভিত্তিক এই ধরনের পক্ষপাত সংবিধান বিরোধী। তাছাড়া বিতর্কিত নিয়ম প্রত্যাহার করা হয় ১৯৯৫ সালে।
উল্লেখ্য, ২০১২ সালে সেলিমা সেনার ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন। শুনানি শেষে মামলাকারীর পক্ষেই রায় যায়। নার্সকে পুনর্বহালের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্রীয় সরকার। যদিও ধোপে টিকল না সেই দাবি। কিছুটা সংশোধন করে ট্রাইব্যুনালের রায়কেই বহাল রাখল শীর্ষ আদালত। চাকরি ফেরানোর পাশাপাশি ৬০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.