Advertisement
Advertisement
CAA

CAA অসাংবিধানিক ঘোষণার দাবিতে দুশোর বেশি মামলা, শুনানির দিন ধার্য করল সুপ্রিম কোর্ট

CAA-র বিরুদ্ধে মামলাগুলি শুনতে রাজি শীর্ষ আদালত।

Supreme Court to hear pleas seeking stay on CAA rules on March 19

নিজস্ব চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:March 15, 2024 12:55 pm
  • Updated:March 15, 2024 4:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হতেই এর বিরোধিতা করে একের পর এক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)। নতুন আইনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ভারতীয় মুসলিম লিগ, ডিওয়াইএফআইয়ের মতো একাধিক সংগঠন। সেই মামলাগুলি গ্রহণ করল সুপ্রিম কোর্ট। আগামী ১৯ মার্চ মঙ্গলবার সবকটি মামলা একত্রিত করে শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে।

লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে গত সোমবার দেশজুড়ে কার্যকর হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA Rule)। তার পরই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ। শুধু বিক্ষোভ নয়, নয়া আইনের বিরোধিতা করে শীর্ষ আদালতেও দায়ের হয় একাধিক মামলা। মামলা দায়ের করে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ ও ডিওয়াইএফআই। তাছাড়া সেই ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই একের পর এক মামলা দায়ের হয়েছে। সব মিলিয়ে দুশোর বেশি মামলা দায়ের হয়েছে। সব মামলাই শুনতে রাজি সুপ্রিম কোর্ট।

Advertisement

[আরও পড়ুন: ডেডলাইন শেষের আগেই ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করল কমিশন]

সিএএ নিয়ে যারা আপত্তি জানিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। তাদের দাবি, নাগরিকত্ব আইন অসাংবিধানিক, মুসলিমবিরোধী। নাথুরাম গডসের আদর্শে তৈরি হয়েছে এই নতুন আইন। মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক প্রমাণ করার জন্য এই আইন তৈরি হয়েছে। তৃণমূল, কংগ্রেসও এই আইনের বিরুদ্ধে সুর চড়িয়েছে।

[আরও পড়ুন: ভুয়ো প্রেসক্রিপশন বানিয়ে জালিয়াতি, ২০ লক্ষ টাকা বান্ধবীর অ্যাকাউন্টে! প্রতিবাদ করায় খুন ব্যবসায়ী?]

যদিও কেন্দ্রের দাবি, সিএএ-তে মুসলিমদের উদ্বেগের কোনও কারণ নেই। এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়। তাছাড়া সংসদে পাশ করানো আইন সুপ্রিম কোর্ট বাতিল করতে পারে না বলেও দাবি কেন্দ্রীয় সরকারি সূত্রের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement