Advertisement
Advertisement
Rafale

ফের সুপ্রিম কোর্টে রাফালে দুর্নীতি মামলা! ২ সপ্তাহ পর শুনানি, জানাল আদালত

রাফালে চুক্তি ঘিরে একাধিক অভিযোগ উঠেছে।

Supreme Court to hear a new plea on alleged Rafale corruption after two weeks says CJI Bobde । Sangbad Pratidin
Published by: Arupkanti Bera
  • Posted:April 12, 2021 3:28 pm
  • Updated:April 12, 2021 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরাসি সংবাদমাধ্যমের খবরের জেরে নতুন করে শুনানিতে উঠছে রাফালে (Rafale) মামলা। ফরাসি সংবাদপত্র মিডিয়াপার্টে প্রকাশ হয়, চুক্তির জন্য এক ভারতীয় কোম্পানির মাধ্যমে প্রায় ১০ কোটি টাকার অবৈধ লেনদেন হয়। এর পর নতুন এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সেই আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি এসএ বোবদে জানিয়েছেন, ২ সপ্তাহ পর এই মামলার শুনানি শুরু হবে।

মিডিয়াপার্টের প্রতিবেদনে দাবি করা হয়, রাফালে চুক্তিতে ডেফসিস সলিউশন নামের এক ভারতীয় সংস্থাকে প্রায় ৯ কোটি ৮০ লক্ষ টাকা দেওয়া হয়। এই ডেফসিস সলিউশনের মালিক সুষেন গুপ্তা। এই টাকার বিনিময়ে সুষেন ভারতের প্রতিরক্ষামন্ত্রকের গোপন নথি ফ্রান্সের সংস্থাটির কাছে ফাঁস করেছিলেন বলে অভিযোগ। যার ফলে দর কষাকষিতে সুবিধাজনক অবস্থায় ছিল দাসল্ট।

Advertisement

[আরও পড়ুন: ফের জর্জ ফ্লয়েডের স্মৃতি আমেরিকায়, পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু ঘিরে বিক্ষোভ]

যদিও দাসল্টের তরফে দাবি করা হয় ওই টাকা রাফালের ৫০টি রেপ্লিকা তৈরির জন্য দেওয়া হয়েছিল ডেফসিস সলিউশনকে। এই রেপ্লিকাগুলি উপহার হিসাবে ভারতকে দেওয়া হয়। কিন্তু তদন্তকারীরা যখন ওই ৫০টি রেপ্লিকা তৈরি সংক্রান্ত নথি দেখতে চান তা ডেফসিস সলিউশন দেখাতে পারেনি। তাই মনে করা হচ্ছে ওই বিপুল পরিমাণ টাকা ঘুষ হিসাবেই ব্যবহার করা হয়। এদিকে রাফালে চুক্তিতে দুর্নীতি প্রসঙ্গে কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করা হয়েছে।

২০১৬ সালে নতুন করে ফরাসি সংস্থার কাছ থেকে ৩৬টি মাল্টি রোল ফাইটার জেট রাফালে কেনার চুক্তি হয়। অস্ত্র-সহ ৩৬টি রাফালের দাম ধার্য হয় ৫৯ হাজার কোটি টাকা। ভারত এবং ফ্রান্স সরকারের মধ্যে এই চুক্তি হয়। সম্প্রতি রাফালের চতুর্থ ব্যাচটিও ভারতে এসে পৌঁছেছে। এর আগে গত বছরের জুলাই, নভেম্বর এবং এই বছর জানুয়ারিতে তিন দফায় ফ্রান্স থেকে রাফালে এসে পৌঁছেছে ভারতে।

[আরও পড়ুন: ‘৪ দফাতেই বিজেপির সেঞ্চুরি, বুঝেই রেগে যাচ্ছেন দিদি’, বর্ধমানের সভায় আত্মবিশ্বাসী মোদি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement