Advertisement
Advertisement
Nimbooz

‘নিম্বুজ’ লেমোনেড না ফলের রস? জানতে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা

আগামী এপ্রিলেই শুনানি হবে এই মামলার।

Supreme Court to decide 'Nimbooz' lemonade or fruit juice। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 26, 2022 3:25 pm
  • Updated:March 26, 2022 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চড়চড় করে চড়ছে পারদ। গরমে কাহিল হয়ে ঠান্ডা পানীয় সকলেই খান। সামান্য সময়ের জন্য যা স্বস্তি দেয় গরমের হাত থেকে। এই ধরনের পানীয়র মধ্যে ‘নিম্বুজে’র (Nimbooz) সঙ্গে আমরা সকলেই পরিচিত। লেবুর স্বাদের এই পানীয় বেশ জনপ্রিয়। কিন্তু এর গোত্র কী? ফ্রুট জুস (Fruit juice) নাকি লেমোনেড (Lemonade)? এবার সেই বিতর্ক পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। দায়ের হওয়া একটি পিটিশনের ভিত্তিতে শীর্ষ আদালতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সঙ্গে কত পরিমাণ শুল্ক ধার্য করা হবে এই বাণিজ্যিক সামগ্রীটির উপরে, সেটিও নির্ধারিত হবে।

‘আরাধনা ফুডস’ নামের এক সংস্থা একটি পিটিশন দায়ের করেছিল সুপ্রিম কোর্টে। তাদের দাবি ছিল, এটিকে ফলের রস বলে যে দাবি করা হচ্ছে তা ঠিক নয়। আগামী এপ্রিলেই সুপ্রিম কোর্টে বিচারপতি এমআর শাহ ও বিভি নাগরত্নের বেঞ্চে শুনানি হবে মামলাটির।

Advertisement

[আরও পড়ুন: গ্যাস-পেট্রলের পর এবার দাম বাড়ছে ৮০০টি অত্যাবশ্যকীয় ওষুধের! নাভিশ্বাস আমজনতার]

তবে ‘নিম্বুজে’র গোত্র নিয়ে প্রশ্ন আজকের নয়। ২০১৫ সাল থেকেই এই বিতর্কের সূচনা। ২০১৩ সালে প্রথম বার বাজারজাত করা হয়েছিল এই নরম পানীয়টি। প্রস্তুতকারী সংস্থার দাবি ছিল, এটি লেবুর রস। কিন্তু বছর দুয়েকের মধ্যেই প্রশ্ন ওঠে এর গোত্র নিয়ে। ‘আরাধনা ফুডস’ নামের সংস্থাটি দাবি করে, এটি লেমোনেড। ফ্রুট জুস তথা ফলের রস নয়।

সেই সময় মামলাটি উঠেছিল এলাহাবাদ হাই কোর্টে। গত বছরের নভেম্বরে বিচারপতি দিলীপ গুপ্ত ও পি ভেঙ্কট সুব্বা রাওয়ের বেঞ্চ জানিয়ে দেয়, এটি ফলের রসই। এরপরই সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ওই সংস্থা। যার শুনানি হতে চলেছে আগামী মাসে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকেই লক্ষ্য থাকবে ওয়াকিবহাল মহলের।

[আরও পড়ুন: মেয়ের দেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পাড়ি বাবার, ভিডিও ভাইরাল হতেই তদন্তের নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement