Advertisement
Advertisement
Supreme Court

পুজোর আগেই সুপ্রিম কোর্টে শেষ হবে নিয়োগ মামলার শুনানি, ইঙ্গিত বিচারপতির

পুজোর ছুটিতেই রায়ের কপি লিখে ফেলতে চান বিচারপতি।

Supreme Court to complete hearing of recruitment scam before Puja holidays | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 11, 2023 8:15 pm
  • Updated:October 11, 2023 8:36 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: পুজোর আগেই রাজ্যের সব নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ হবে সুপ্রিম কোর্টে (Supreme Court)। মামলাকারীদের আশ্বস্ত করে ইঙ্গিত দিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু। জানিয়ে দিলেন, পুজোর ছুটির মধ্যেই রায়ের কপি লিখে ফেলতে চান তাঁরা।

বুধবার রাজ্যের সব নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে। কিন্তু এদিন ব্যক্তিগত কারণে অনুপস্থিত ছিলেন বিচারপতি বেলা এম ত্রিবেদী (Bela M Trivedi)। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চে তাই হল না শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি। তবে এদিন আদালতের পর্যবেক্ষণে আশার আলো দেখতেই পারেন এই মামলার সঙ্গে জড়িতরা। শীর্ষ আদালতে পুজোর ছুটি শুরুর আগেই শুনানি শেষ করার ইঙ্গিত দিলেন বিচারপতি বসু।

Advertisement

[আরও পড়ুন: ফার্ম হাউসে ডেকে মহিলাকে ধর্ষণের অভিযোগ, বিজেপি নেতাকে তলব করল আদালত]

দিনের শুরুতেই বিচারপতি জানান, যেহেতু এদিন তাঁর সঙ্গে অন্য বিচারপতি রয়েছেন এবং মামলাটির একাংশ আগে শোনা হয়ে গিয়েছে তাই এদিন শুনানি সম্ভব নয়। এরপরই ‘যোগ্য’ প্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) আদালতে আবেদন করেন, এভাবে দিনের পর দিন শুনানি পিছিয়ে যাওয়ায় যোগ্যরা বঞ্চিত হচ্ছেন। এই সময় চাকরিরতদের আইনজীবী মুকুল রোহতগি বলেন, যেহেতু প্রাথমিক, পঞ্চম-ষষ্ঠ, নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ ডি- অনেকগুলি বিষয় আলাদা আলাদা করে শোনার বিষয় রয়েছে, তাই শুনানির জন্য অন্তত দু’দিন সময় প্রয়োজন। তাঁর কথা শেষ হওয়ার পরই চাকরিরতদের আরেক আইনজীবী পি এস পাটওয়ালিয়া দুর্গাপুজোর ছুটির পরে আদালত খুললে শুনানির প্রস্তাব দেন। কিন্ত তাতে বিকাশরঞ্জন আপত্তি করেন।

[আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে ভিড় সামলাতে উদ্যোগী রেল, আহমেদাবাদে পৌঁছবে বিশেষ বন্দে ভারত]

এর পরই বিচারপতি অনিরুদ্ধ বসু (Aniruddha Basu) জানান, ছুটির আগেই তিনি শুনানি শেষ করতে চান। সেক্ষেত্রে ছুটির সময় রায় লিখে ফেলা যাবে। এই পর্যবেক্ষণকে ঘিরেই পুজোর আগে আশায় বুক বাঁধছেন চাকরিরত, বঞ্চিত শিক্ষকরা। নিজেদের দাবি মতো দ্রুত সুবিচারের স্বপ্ন দেখছেন নিজেদের মত করে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement