Advertisement
Advertisement
Supreme Court

বাতিল ‘যৌনকর্মী’, বদলে সুপ্রিম কোর্টের হ্যান্ডবুকে যোগ হল নয়া শব্দ

যৌন কর্মীর বদলে কোন শব্দ ব্যবহার হবে?

Supreme Court to amends handbook on gender stereotypes | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:November 12, 2023 2:10 pm
  • Updated:November 12, 2023 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাষায় বদলের ক্ষেত্রে আরেকটি পদক্ষেপ শীর্ষ আদালতের (Supreme Court)। ‘যৌনকর্মী’ শব্দটি এবার বাতিলের খাতায় রাখতে বলল সুপ্রিম কোর্ট। লিঙ্গনির্ভর শব্দের ব‌্যবহার এড়াতেই এই পথে হাঁটার কথা বলা হল।

কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের তরফে লিঙ্গভিত্তিক শব্দ এড়িয়ে সরকারি ক্ষেত্রে ব‌্যবহারের পরামর্শ দেওয়া হয়। এবার সেই তালিকা থেকে বাদ দেওয়া হল ‘যৌনকর্মী’ শব্দটিও। শীর্ষ আদালতের তরফে শব্দ ব‌্যবহার বিধির যে হ‌্যান্ডবুক প্রকাশ করা হয়েছে সেখানে যৌনকর্মীর বদলে ‘ট্র‌্যাফিকড ভিকটিম’ (Trafficked Victim) বা ‘পাচারের শিকার বা রক্ষাপ্রাপ্ত ব‌্যক্তি’, ‘বাণিজ্যিকভাবে যৌন পরিষেবা প্রদানকারী’ কিংবা ‘যৌন নিগ্রহের শিকার’ বা ‘যৌন হেনস্তায় বাধ‌্য হওয়া ব‌্যক্তি’ হিসাবে উল্লেখ করতে বলা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: প্রায় সাড়ে এগারো কোটি নাগরিকের প্যান কার্ড বাতিল করল কেন্দ্র, আপনারটা নেই তো?]

মানব পাচার প্রতিরোধে কাজ করা একাধিক অসরকারি সংগঠনের তরফে দায়ের করা মামলার প্রেক্ষিতে এই অভিমত জানিয়েছে কোর্ট। আবেদনে বলা হয়, ‘যৌনকর্মী’ বা ‘গণিকা’ বলতে প্রধানত একটি লিঙ্গের মানুষকেই বোঝানো হয়ে থাকে। সাধারণ মানুষও তা-ই বিশ্বাস করেন। তারই বিরুদ্ধে আর্জি জানায় সংগঠনগুলি। এবার তাতেই সায় দিয়ে সুপ্রিম কোর্টের হ‌্যান্ডবুকে ‘যৌনকর্মী’ শব্দ বদলের পরামর্শ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: যুদ্ধের নিষ্ঠুর ছবি গাজায়, অন্ধকার হাসপাতালে মৃত্যুর মুখে ৪৫ শিশু!]

শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওই স্বেচ্ছাসেবী সংগঠন। তারা জানাচ্ছে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে যৌন কর্মীদের প্রতি অবজ্ঞাসূচক আচরণ কমবে। সেই সঙ্গে লিঙ্গবৈষম্যও কমবে বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement