Advertisement
Advertisement

Breaking News

Ramdev

আরও বিপাকে রামদেব, পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় সুপ্রিম তলব যোগগুরুকে

সুপ্রিম কোর্টের নোটিসের জবাব না দেওয়ার অভিযোগ উঠেছে রামদেবের সংস্থার বিরুদ্ধে।

Supreme Court summons Ramdev

ফাইল চিত্র

Published by: Anwesha Adhikary
  • Posted:March 19, 2024 12:01 pm
  • Updated:March 19, 2024 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় এবার রামদেবকে (Ramdev) তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই মামলায় শীর্ষ আদালতের নির্দেশ অগ্রাহ্য করার অভিযোগ উঠেছে যোগগুরুর সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে। কেন বারবার সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে রামদেবের সংস্থা, সেই জবাব চেয়েই তাঁকে সুপ্রিম কোর্টে তলব করা হয়েছে।

বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে একাধিকবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে পতঞ্জলি। গত নভেম্বর মাসে শীর্ষ আদালত জানিয়েছিল, ভুয়ো তথ্য দেওয়া বিজ্ঞাপন তৈরি করলে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা ভুগতে হবে। কেবল রামদেব নয়, পতঞ্জলির বিজ্ঞাপন ঘিরে সুপ্রিম কোর্টের তোপে পড়েছে কেন্দ্রও। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ”সরকার চোখ বন্ধ করে বসে আছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: যতকাণ্ড যোগীরাজ্যে, সরকারি টাকা হাতাতে দিদির কপালেই সিঁদুর দিলেন ভাই!]

পতঞ্জলির (Patanjali) বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে ইতিমধ্যেই সংস্থাটিকে নোটিস দিয়েছিল সুপ্রিম কোর্ট। পতঞ্জলির তৈরি ওষুধ আসলে কতখানি কার্যকর, সেই নিয়ে বিস্তারিত বিবরণ আদালতে পেশ করা নিয়ে আগেরবার নোটিস দেওয়া হয়েছিল। তার পরে সুপ্রিম কোর্টের তোপ, এবার আদালত অবমাননার অভিযোগ আনা হতে পারে যোগগুরু রামদেবের বিরুদ্ধে। সেই নোটিসের কোনও জবাব দেয়নি পতঞ্জলি।

মঙ্গলবার শুনানির সময়ে সুপ্রিম কোর্ট সাফ জানায়, আগের বার আদালতের রায়ের পরে সাংবাদিক সম্মেলন করার সময় পেয়েছিল পতঞ্জলি। কিন্তু আদালতের নোটিসের জবাব দেয়নি। তাই এই মামলার পরবর্তী শুনানির দিনে হাজির থাকতে হবে পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেবকে। সংস্থার আরেক প্রধান বালাকৃষ্ণকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ৪ মাসের নাতিকে ২৪০ কোটি দিলেন নারায়ণমূর্তি, ‘এজন্যই কি ৭০ ঘণ্টা খাটব?’ তোপ নেটদুনিয়ার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement