Advertisement
Advertisement

Breaking News

Supreme Court stays order on recruiting 32 thousand teachers

৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলায় ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, ডিভিশন বেঞ্চে চলবে মামলা

৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Supreme Court stays order on recruiting 32 thousand teachers, case to be continued in division bench । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 7, 2023 12:55 pm
  • Updated:July 7, 2023 1:44 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিল, বেতন ফেরত এবং শূন্যপদে পুনরায় নিয়োগের নির্দেশ দেন। এই মামলা সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের তিন রায়ে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। ডিভিশন বেঞ্চে যেমন মামলা চলছে তা চলবে।

গত মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) নির্দেশ দেন, ২০১৪ সালের টেট থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালের প্যানেলভুক্তদের মধ্যে যাঁদের প্রশিক্ষণ নেই, তাঁদের চাকরি বাতিল হবে। একই সঙ্গে তিনি নির্দেশ দেন, আগামী ৩ মাসের মধ্যে নতুন প্যানেল থেকে নিয়োগ করতে হবে। যে সব শিক্ষকের চাকরি গিয়েছে, তাঁদেরও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। ইন্টারভিউ এবং অ্যাপটিচিউড টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় আসতে হবে।

Advertisement

[আরও পড়ুন: প্রেমে প্রত্যাখ্যান, অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত ছাত্রীকে জ্যান্ত কবর দিল যুবক!]

এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের (Justice Subrata Talukdar) ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিহারারা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে আগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। শুক্রবার সুপ্রিম কোর্টও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিল, বেতন ফেরত ও শূন্যপদে পুনরায় নিয়োগের মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চে যেমন মামলা চলছে তেমন চলবে।

[আরও পড়ুন: বিশ্বকাপে নিশ্চিত ১০ দল, দেখে নিন ভারতের চূড়ান্ত সূচি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement