Advertisement
Advertisement

Breaking News

Delhi Oxygen

‘আধিকারিকদের জেলে পুরলে সমস্যা মিটবে না’, দিল্লির অক্সিজেন বিতর্কে মন্তব্য সুপ্রিম কোর্টের

দিল্লিতে অক্সিজেন বিতর্কে কিছুটা হলেও স্বস্তি কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের।

Supreme Court stays Delhi High Court's order of initiation of contempt proceedings against Central government officers । Sangbad Pratidin
Published by: Arupkanti Bera
  • Posted:May 5, 2021 6:03 pm
  • Updated:May 5, 2021 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির অক্সিজেন (Oxygen) বিতর্কে কিছুটা হলেও স্বস্তি পেল সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। এর আগে অক্সিজেন বিতর্কে কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে না, জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিস দেয় দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। সেই মামলাই পরে সুপ্রিম কোর্টে যায়। সেই শো কজ নোটিসে স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত (Supreme Court)। তবে সুপ্রিম কোর্ট এদিনও দিল্লিকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে নির্দেশ দিয়েছে।

[আরও পড়ুন: ‘তিনমাস আমার হাতে কিছু ছিল না, অত্যাচার হয়েছে,’ কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর]

দিল্লি সরকারের অভিযোগ ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও কেন্দ্রীয় সরকার দিল্লিকে দৈনিক ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিচ্ছে না। তার সপক্ষে কিছু তথ্য প্রমাণও তুলে ধরে দিল্লি সরকার। এর পর কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের দিল্লি হাই কোর্ট বলে, কেন আপনাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে না জানান। সেই শো কজ নোটিসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সেখানে আজ বুধবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের স্বস্তি দিয়ে বলে, “ওঁদের জেলে পুরলে অক্সিজেন আসবে না।” তবে এরই পাশাপাশি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে পরিকল্পনা মাফিক ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করার কথাও বলে।

Advertisement

[আরও পড়ুন: হারের জন্য আলিমুদ্দিনকে দায়ী করে শোকজের মুখে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য]

শুনানির সময় বিচারপতি চন্দ্রচুড় একই সঙ্গে বলেন, পরিমাণ মতো অক্সিজেন সরবরাহ করতে কী করা হচ্ছে, সেটাও জানাতে হবে। এবং গত তিন দিনে দিল্লিকে কত অক্সিজেন দেওয়া হয়েছে, তাও জানাতে বলেছে সুপ্রিম কোর্ট। যদিও এর আগে ৩০ এপ্রিল নির্দেশ দিয়েছিল, ৩ মে মাঝ রাতের মধ্যে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক করতে হবে, ৭০০ মেট্রিক টন অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে। আজ কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতে বলেন, সরকার দিল্লিকে পর্যাপ্ত অক্সিজেন দেওয়ার পূর্ণ চেষ্টা করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement