সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে এসে পাকিস্তানি (Pakistan) শিল্পীরা পারফর্ম করতে পারবেন না- এই নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) পিটিশন দায়ের হয়। কিন্তু এই পিটিশন নিয়ে বিচার প্রক্রিয়া শুরু করতে চায়নি শীর্ষ আদালত। দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, এত সংকীর্ণ মানসিকতার পরিচয় দেওয়া ঠিক নয়। উল্লেখ্য, বম্বে হাই কোর্টেও এই পিটিশন খারিজ হয়েছিল।
২০১৬ সালে উরি হামলার পর থেকেই পাক শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। পাকিস্তানি শিল্পীদের উপর পাকাপাকি নিষেধাজ্ঞা চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন সিনেকর্মী ফাজিজ আনওয়ার কুরেশি। তাঁর আবেদন, পাকিস্তানি শিল্পীদের ভিসা বন্ধ করুক তথ্য ও সম্প্রচার মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট।
দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, “সকলের বোঝা উচিত যে দেশপ্রেমী হতে গেলে অন্য দেশের নাগরিকদের প্রতি বিরূপ মনোভাব থাকা দরকার নেই। বিশেষত প্রতিবেশী দেশগুলোর প্রতি তো একেবারেই নয়।” বম্বে হাই কোর্টে ধাক্কা খাওয়ার পরে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেন ফাজিজ। তাঁর দাবি, পাকিস্তানি ক্রিকেট দলকে ভারতে খেলতে আসার অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুমতিকে কাজে লাগিয়ে পাক শিল্পীদেরও ভারতে আমন্ত্রণ জানানো হতে পারে।
কিন্তু এই আবেদন নিয়ে আলোচনাই করতে চায়নি সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না ও এস ভি এন ভাট্টির বেঞ্চ জানায়, “এই পিটিশন নিয়ে এগনোই উচিত নয়। এত সংকীর্ণ মনের পরিচয় দেবেন না। মোটেও ভালো উদাহরণ নয় এই ঘটনাটি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.