Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, সুপ্রিম তোপের মুখে স্ট্যালিনপুত্র উদয়ানিধি

সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন আপনি, উদয়ানিধিকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের।

Supreme Court slams Udhayanidhi Stalin say You abuse your right

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:March 4, 2024 7:54 pm
  • Updated:March 4, 2024 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে শীর্ষ আদালতে ভর্ৎসিত হলেন তামিলনাড়ুর মন্ত্রী উদয়ানিধি স্ট্যালিন (Udaynidhi Stalin)। সোমবার শীর্ষ আদালতের (Supreme Court) বিচারপতি সঞ্জয় খান্না ও দীপঙ্কর দত্তর বেঞ্চ স্ট্যালিনপুত্রের কড়া সমালোচনা করে। বিচারপতিদের মন্তব্য, আপনি আপনার অধিকারের অপব্যবহার করেছেন। আপনি ভাল করে জানেন কী বলেছেন?

সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে উদয়ানিধিকে ভর্ৎসনা করে বিচারপতি দত্ত বলেন, ‘সাংবিধান আপনাকে যে অধিকার দিয়েছে তা আপনি লঙ্ঘন করেছেন। আপনি যা বলেছেন তার পরিণাম জানেন? আপনি কোনও সাধারণ মানুষ নন। আপনি একজন মন্ত্রী। আপনার এই ধরনের মন্তব্যের পরিণাম জানা উচিত।’ সনাতন ধর্ম (Sanatana Dharma) বিরোধী মন্তব্যের জন্য দেশের একাধিক রাজ্যে উদয়ানিধির বিরুদ্ধে অসংখ্য এফআইআর দায়ের হয়েছিল। সেই সব মামলা একত্রিত করার জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন উদয়ানিধি।

Advertisement

[আরও পড়ুন: ঘরছাড়া কেজরির দল! দিল্লির ‘আপ’ সদর দপ্তর খালি করার নির্দেশ সুপ্রিম কোর্টের]

এদিন আদালতে তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভির তরফে আবেদন জানানো হয়, বিভিন্ন রাজ্যে তাঁর বিরুদ্ধে ছড়িয়ে থাকা মামলা একত্রিত করার পাশাপাশি সবকটি মামলা থেকে তাঁকে অব্যহতি দেওয়া হোক। যদিও এই বিষয়ে এখন কোনও নির্দেশ দেয়নি আদালত। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে সোমবার আদালতে তীব্র ভাষায় ভর্ৎসিত হন তামিলনাড়ুর মন্ত্রী।

[আরও পড়ুন: ভোটের আগে ভারতভ্রমণ মোদির! ১০ দিনে একডজন রাজ্যে সফর, ২৯ কর্মসূচি]

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়ানিধি স্ট্যালিন। তিনি দাবি করেন, সনাতন ধর্ম সামাজিক ন্যায় বিচার ও সাম্যের বিরোধী। ফলে এই ধর্মকে নির্মূল করা উচিত। শুধু তাই নয়, সনাতন ধর্মকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গেও তুলনা করেন উদয়ানিধি। তাঁর এহেন মন্তব্যে রীতিমত শোরগোল পড়ে যায় গোটা দেশে। বিজেপি তো বটেই তাঁর মন্তব্যের বিরোধিতায় সরব হয় দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে নিজের বক্তব্যের প্রেক্ষিতে ডঃ বি আর আম্বেদকরকে ঢাল করে উদয়ানিধি যুক্তি দেন, বর্ণ ও ধর্মের ভিত্তিতে সামাজিক বিভাজনের কথা বলে সনাতন ধর্ম। এই ধর্ম একেবারেই সাম্য ও সামাজিক ন্যায়বিচার বিরোধী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement