Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

‘কৃষক আত্মহত্যাকেও ছাপিয়ে গিয়েছে পড়ুয়া মৃত্যু’, ব্যবস্থা নিতে আসরে খোদ সুপ্রিম কোর্ট

পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট।

Supreme Court sets up task force to prevent incidents of students suicide

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:March 25, 2025 5:19 pm
  • Updated:March 25, 2025 5:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক আত্মহত্যার সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে পড়ুয়াদের আত্মহত্যা। অথচ পড়ুয়াদের অকালমৃত্যু রুখতে কোনওরকম ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। বাধ্য হয়ে আসরে নামতে হল সুপ্রিম কোর্টকে। শীর্ষ আদালত বলছে, পডুয়াদের মানসিক স্বাস্থ্যের অবনতি ও আত্মহত্যা রুখতে অবিলম্বে পদক্ষেপ প্রয়োজন। সেই লক্ষ্যে প্রাক্তন বিচারপতির নেতৃত্ব একটি টাস্ক ফোর্সও গড়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে দুই IIT পড়ুয়ার রহস্যমৃত্যুর মামলায় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। ২০২৩ সালে দিল্লি আইআইটিতে দুই পড়ুয়া আত্মহত্যা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এ নিয়ে মামলা দায়ের করতে চেয়েছিল দুই মৃত পড়ুয়ার পরিবার। কিন্তু সেসময় এফআইআর দায়ের করেনি পুলিশ। মঙ্গলবার বিচারপতি জেবি পারদিওয়ালা ও আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পড়ুয়াদের আত্মহত্যা কমাতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

এদিন ওই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে ২০২১ সালের একটি পরিসংখ্যান উঠে আসে। ২০২১ সালের একটি সরকারি রিপোর্ট অনুযায়ী, সেই এক বছরে আত্মঘাতী হয়েছেন ১৩ হাজার পডু়য়া। সুপ্রিম কোর্ট বলছে, “সরকারি সূত্র দেখে মনে হচ্ছে, পড়ুয়া আত্মঘাতীর সংখ্য়া দেশে এখন কৃষকদের আত্মহত্যার সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে।”

এরপরই পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের অবনতির কথা ভেবে ১০ সদস্যের টাস্ক ফোর্স গঠন করে শীর্ষ আদালত। প্রাক্তন বিচারপতি এস রবীন্দ্র ভাটের নেতৃত্ব ওই টাস্ক ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক কী কারণে পড়ুয়ারা আত্মহত্যা করছেন। এই টাস্ক ফোর্সকে বাড়তি দায়িত্ব দেওয়া হবে। কেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই টাস্ক ফোর্সকে সক্রিয় করার জন্য কেন্দ্রকে ২০ লক্ষ টাকা বরাদ্দ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub