Advertisement
Advertisement

Breaking News

GTA case

ভরসা রাজ্য পুলিশ, জিটিএ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে

‘কেন রাজ্য পুলিশের তদন্তে আস্থা নেই?’ এই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালত।

Supreme Court sets aside CBI probe demand in GTA case
Published by: Subhajit Mandal
  • Posted:September 24, 2024 9:24 pm
  • Updated:September 24, 2024 9:24 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: জিটিএ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ‌‘কেন রাজ্য পুলিশের তদন্তে আস্থা নেই?’ এই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালত। জিটিএ এলাকায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তের ভার সিবিআইয়ের বদলে ফের রাজ্য পুলিশের উপরই দিল সুপ্রিম কোর্ট।

এই দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। বলা হয় তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হলেও রায় বহাল থাকে। ফলে জল গড়ায় সুপ্রিম কোর্টে। শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, কেন পুলিশের তদন্ত নিরপেক্ষ নয়, সেই কারণ উল্লেখ করার পর বিরল ক্ষেত্রেই রাজ্য পুলিশে আস্থা না রেখে সিবিআইকে তদন্তভার দেওয়া যেতে পারে।

Advertisement

বছর দুয়েক আগে গত ২০২২ সালে জিটিএর অধীন একাধিক স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে। জিটিএ-র মুখ্য কার্যনিবাহী আধিকারিক অনীত থাপা এবং বিনয় তামাংয়ের বিরুদ্ধে অভিযোগ তাঁরা বেআইনিভাবে টাকার বিনিময়ে অন্তত ৫০০ শিক্ষক নিয়োগ করেছেন। তারই প্রতিবাদে গর্জে ওঠে ‘গোর্খা আনএমপ্লয়েড প্রাইমারি ট্রেইনড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়।

হাই কোর্ট সেই মামলার তদন্তভার দেয় সিবিআইকে। কিন্তু এদিন শীর্ষ আদালত ফের এই তদন্তে রাজ্য পুলিশের উপর ভরসা রাখল। উল্লেখ্য, এই মামলায় ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের হয়েছে। তাতে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জিটিএ নেতা বিনয় তামাং-সহ একাধিক হেভিওয়েটের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement