Advertisement
Advertisement

Breaking News

আপ-এর দায়ের করা মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রশাসিত অঞ্চলে কেন লেফটেন্যান্ট গভর্নরই প্রশাসনিক প্রধান হিসেবে সর্বেসর্বা? আপের এই আপত্তিকে একরকম সমর্থনই করল দেশের সর্বোচ্চ আদালত৷ দিল্লি হাই কোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আপ সরকার৷ নোটিস জারি করে এ ব্যাপারে কেন্দ্রের জবাব তলব করল সর্বোচ্চ আদালত৷আরও পড়ুন:৭ দিনের রাষ্ট্রীয় শোক, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মনমোহন […]

Supreme Court Seeks centre's reply on Lt. Governor Issue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 9, 2016 3:56 pm
  • Updated:September 9, 2016 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রশাসিত অঞ্চলে কেন লেফটেন্যান্ট গভর্নরই প্রশাসনিক প্রধান হিসেবে সর্বেসর্বা? আপের এই আপত্তিকে একরকম সমর্থনই করল দেশের সর্বোচ্চ আদালত৷ দিল্লি হাই কোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আপ সরকার৷ নোটিস জারি করে এ ব্যাপারে কেন্দ্রের জবাব তলব করল সর্বোচ্চ আদালত৷

শুক্রবার বিচারপতি এ কে সিকরি ও বিচারপতি এন ভি রামনের বেঞ্চ কেন্দ্রকে এই নোটিস পাঠিয়েছে৷ ছয় সপ্তাহের মধ্যে এ ব্যাপারে কেন্দ্রকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লেফটেন্যান্ট গভর্নরই সর্বেসর্বা- এই মর্মেই রায় দিয়েছিল দিল্লি হাই কোর্ট৷ অপরপক্ষে আপ সরকারের দাবি ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের পরামর্শ মতো কাজ করা উচিত লেফটেন্যান্ট গভর্নরের৷ কিন্তু তা মানতে নারাজ ছিল আদালত৷ বরং আগের রায়ে সরকারের প্রতিটি কাজে লেফটেন্যান্ট গভর্নরের সম্মতি একরকম বাধ্যতামূলকই ছিল৷ এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল আপ সরকার৷ তবে এদিনের নোটিসে সুপ্রিম কোর্ট সে রায়কে সমর্থন করল না বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ এছাড়া আপ সরকারের কিছু সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল, তাও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement